নির্বাচনী সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে জামায়াতে ইসলামী একমত বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘আজকের একটা বিষয়ে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি, সেটা হলো নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।’

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আবদুল্লাহ মোহাম্মাদ তাহের।

সীমানা নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটা পরিবর্তন এসেছে, সেটি হলো একটি বিশেষায়িত কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সীমানা নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের বিশেষজ্ঞ কমিটিতে যে উপদেষ্টারা থাকবেন, তাঁরা পরামর্শ দেবেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির। তবে এই সরকারের মেয়াদের বিষয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী এই সরকারের মেয়াদ ৪ মাস করার কথা বলেছে এবং স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন এই দুটিই যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, সেই দাবি জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘আমরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি, তার কিছুই যদি না হয়, আগের অবস্থায় যদি থাকি, তাহলে সেক্রিফাইস (আত্মত্যাগ) একবারে অর্থহীন হয়ে যাবে।’ তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বিপ্লব, গণ-অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশেরটা ব্যতিক্রম। কারণ, এখানে শিশু, বৃদ্ধ, ছাত্র, পেশাজীবী মানুষ যোগ দিয়েছিলেন। সুতরাং জুলাই সনদ দ্রুত ঘোষণা হওয়া দরকার।

জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনার শুরুতে জুলাই শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজকের আলোচনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো.

এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল ল হ ম হ ম ম ক সরক র ঐকমত য র জন য ইসল ম

এছাড়াও পড়ুন:

অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অপরাধের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগর ও পটুয়াখালীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে ও অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।  

একটি গণমাধ্যমের জরিপের ফলাফল উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ জরিপের গতকালের প্রশ্ন ছিলো- ‘দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনি কি তার সঙ্গে একমত?’ এতে হ্যাঁ-সূচক মন্তব্য করেছেন ৬২ শতাংশ, না-সূচক মন্তব্য করেছেন ৩৫ শতাংশ ও মন্তব্য করেননি ৩ শতাংশ অনলাইন পাঠক। এতেই প্রতীয়মান যায়- সাধারণ জনগণও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে একমত পোষণ করে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১লা জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত জাতীয় কর্মসূচির সার্বিক নিরাপত্তা বিষয়েও সভায় আলোচনা হয়। উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি উদযাপন করবে। এসব অনুষ্ঠানে সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম বিপিএম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান এনডিসি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • তত্ত্বাবধায়ক সরকারে একমত, গঠন প্রক্রিয়ায় ভিন্নমত
  • তত্ত্বাবধায়ক সরকারে একমত, রূপরেখা নিয়ে মতভিন্নতা
  • লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপিকেন্দ্রিক হয়ে পড়েছে: চরমোনাই পীর
  • সংস্কারে সবচেয়ে বেশি সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন
  • সংস্কারের কত প্রস্তাবে বিএনপি একমত, জানালেন সালাহউদ্দিন
  • তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সব দল একমত: অধ্যাপক আলী রীয়াজ
  • সাবেক ‘শত্রু’ ক্লপের সঙ্গে একমত গার্দিওলা, তবে...
  • অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সংস্কার প্রশ্নে দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়