পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক
Published: 3rd, July 2025 GMT
আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ বিজেপি বদলে দিল রাজ্য সভাপতির পদ। নতুন সভাপতি হলেন এই রাজ্যেরই বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি স্থলাভিষিক্ত হলেন সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদে।
পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচন আগামী বছরের এপ্রিল অথবা মে মাসে হওয়ার কথা। সেই নির্বাচনের আগেই আজ বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতির আসনে বসিয়ে দিল শমীক ভট্টাচার্যকে বৃহস্পতিবার।
সভাপতি পদে নিয়োগ পাওয়ার পর শমীক ভট্টাচার্য বলেছেন, ‘২০২৬ সালে এই রাজ্য থেকে বিসর্জন হবে তৃণমূলের।’
শমীক ভট্টাচার্য ২০১৪ সালে প্রথমবার বসিরহাট দক্ষিণ আসনের উপনির্বাচনে জয়ী হন। ২০১৬ সালে ওই আসনে লড়ে ফের হেরে যান। ২০১৯ সালে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের কাছে হেরে যান তিনি। আবার ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর আসনে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর কাছে হেরে যান। ২০২৪ সালের ৪ এপ্রিল বিজেপি তাঁকে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত করেন। সেই থেকে তিনি রাজ্যসভা সংসদ সদস্য বা এমপি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার