পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক
Published: 3rd, July 2025 GMT
আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ বিজেপি বদলে দিল রাজ্য সভাপতির পদ। নতুন সভাপতি হলেন এই রাজ্যেরই বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি স্থলাভিষিক্ত হলেন সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদে।
পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচন আগামী বছরের এপ্রিল অথবা মে মাসে হওয়ার কথা। সেই নির্বাচনের আগেই আজ বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতির আসনে বসিয়ে দিল শমীক ভট্টাচার্যকে বৃহস্পতিবার।
সভাপতি পদে নিয়োগ পাওয়ার পর শমীক ভট্টাচার্য বলেছেন, ‘২০২৬ সালে এই রাজ্য থেকে বিসর্জন হবে তৃণমূলের।’
শমীক ভট্টাচার্য ২০১৪ সালে প্রথমবার বসিরহাট দক্ষিণ আসনের উপনির্বাচনে জয়ী হন। ২০১৬ সালে ওই আসনে লড়ে ফের হেরে যান। ২০১৯ সালে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের কাছে হেরে যান তিনি। আবার ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর আসনে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর কাছে হেরে যান। ২০২৪ সালের ৪ এপ্রিল বিজেপি তাঁকে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত করেন। সেই থেকে তিনি রাজ্যসভা সংসদ সদস্য বা এমপি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার
দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।
পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।