Prothomalo:
2025-10-15@08:39:54 GMT

‘ডন ৩’: চমকের পর চমক

Published: 9th, July 2025 GMT

‘ডন ৩’ নিয়ে বলিউডে জোর গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। এবার সেই জল্পনায় আরও ঘি পড়েছে। ফারহান আখতারের এই ছবিতে একসঙ্গে জড়ো হচ্ছেন বলিউডের প্রথম সারির তারকারা।

২০০৬ সালে ফারহানের ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ ছবিতে ‘ডন’-এর ভূমিকায় দারুণ দাপট দেখিয়েছিলেন শাহরুখ খান। ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ দিয়েও বাজিমাত করেছিলেন তিনি। সেই ছবিগুলোর রেশ এখনো দর্শকের মনে তাজা। তবে ‘ডন ৩’–এ থাকছে বড় পালাবদল। শাহরুখের বদলে এবার ‘ডন’-এর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।

আরও পড়ুন‘ডন ৩’-এ খলনায়ক কে জানেন?১৮ নভেম্বর ২০২৪

শোনা যাচ্ছে, ছবির নায়িকা হিসেবে থাকছেন কিয়ারা আদবানি। মা হওয়ার পর এটিই হতে যাচ্ছে কিয়ারার প্রথম ছবি। শোনা যাচ্ছে, ছবিতে রণবীর-কিয়ারার জুটি জমবে ভালোভাবেই। এখানেই শেষ নয়; সিনেমাপ্রেমীদের উত্তেজনা বাড়িয়েছে আরও এক খবর। জানা গেছে, এই ছবিতে বিশেষ চরিত্রে ফিরতে পারেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে তাঁর উপস্থিতি ঠিক কতটুকু, সেটা এখনই পরিষ্কার নয়। আর সবচেয়ে বড় চমক—‘ডন ৩’-এ ক্যামিও চরিত্রে ফিরতে চলেছেন কিং খান শাহরুখ! তবে এটি মোটেও সাধারণ কোনো ক্যামিও নয়; ফারহান আখতার নাকি শাহরুখের জন্য একদম আলাদা করে ‘গ্র্যান্ড ক্যামিও’-র পরিকল্পনা করেছেন।

ফারহান আখতার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ রহ ন

এছাড়াও পড়ুন:

চাকসু নির্বাচন: প্রথম ৪ ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম ৪ ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় ১৫টি কেন্দ্রে ৬০টি নির্বাচনি কক্ষে ভোট শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের শুরুতেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।  

আরো পড়ুন:

চাকসু নির্বাচন: শিক্ষার্থীদের আনা নেওয়ায় ২২ বার যাতায়াত করবে শাটল ট্রেন

চাকসু জাতীয় নির্বাচনের জন্য রিহার্সেল: চবি উপাচার্য

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে মোট ভোটারের ৩৫ শতাংশ ভোট পড়েছে। এখনও প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন রয়েচে। ভোটাররা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট প্রদান করছেন।

চাকসু ও হল সংসদ নির্বাচনে লড়ছেন ৯০৮ প্রার্থী। এর মধ্যে শুধু চাকসুর ২৬টি পদে লড়বেন ৪১৫ জন প্রার্থী। চাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে ২৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২২ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি প্রার্থী পাঁচটি নির্বাহী সদস্য পদে ৮৫ জন।

৬০টি নির্বাচনি কক্ষের প্রত্যেকটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স। একটি কক্ষে ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য প্রত্যেক ভোটার পাচ্ছেন ১০ মিনিট সময়। একজন ভোটার চাকসুতে ২৬টি ও হল সংসদে ১৪টিসহ মোট ৪০টি ভোট দিচ্ছেন। 

চাকসু নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, চাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্র ভোটার ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩২৯ জন শিক্ষার্থী। ছাত্র ভোটার শতকরা ৫৮.৪৭ শতাংশ এবং ছাত্রী ভোটার ৪১.১৭ শতাংশ। মোট ভোটারের ৭০ শতাংশই অনাবাসিক, বাকি ৩০ শতাংশ ভোটার থাকেন হল, হোস্টেল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন কটেজে।

ঢাকা/রেজাউল/ইভা 

সম্পর্কিত নিবন্ধ