বিএনপি নেতা লোকমান হোসেনের মুক্তি দাবি
Published: 14th, October 2025 GMT
লোকমান হোসেন ফকিরের জামিনের আবেদন খারিজ করে জেলহাজতে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সংগঠনটির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এক বিবৃতিতে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে লোকমান হোসেন ফকিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
আরো পড়ুন:
বিএনপি নেতার জামিন নামঞ্জুর, আইনজীবীর উপর হামলার চেষ্টা
বিএনপি জনগণের শক্তির উপর আস্থাশীল: ডা.
বিবৃতিতে নেতারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে দায়ের করা এসব নিবর্তনমূলক মিথ্যা মামলা এখনো প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে, অতি স্বল্প সময়ের মধ্যেই এসব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করা হবে, কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করছে এখনো রাজনৈতিক নেতাকর্মীদের এসব মামলায় জেলে যেতে হচ্ছে। এটা হতাশাজনক এবং দুঃখজনকও বটে।”
“আমরা অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা লোকমান হোসেন ফকির এবং সব নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চাই।”
শেখ হাসিনার শাসনামলে দায়ের করা মিথ্যা মামলায় আদালত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লোকমান হোসেন ফকিরকে সাড়ে তিন বছরের সাজা দেওয়া হয়।
মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
স্বর্ণের দামে আবারো নতুন রেকর্ড
একদিন না যেতেই দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়েছে।
দাম বাড়ানোর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায় বেচাকেনা হয়েছে। নতুন দাম ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
স্বর্ণের দামে নতুন রেকর্ড
কিশোরগঞ্জে বাণিজ্যিকভাবে বেড়েছে গাছ আলুর আবাদ
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৩৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।
তবে এবার স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম বাড়েনি। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮০৩ টাকা।
ঢাকা/নাজমুল/মেহেদী