তামান্না ভাটিয়ার ত্বকের রং ও সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলিউড অভিনেতা আন্নু কাপুরের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গানের এই অভিনেত্রীর ‘আজ কি রাত’ পারফরম্যান্স সাড়া ফেলে দিয়েছিল। শুধু গানের ছন্দ নয়; বরং এই গানে তামান্নার আবেদনময় নাচে ৮ থেকে ৮০ বছর বয়সী অনুরাগীরা বুঁদ হয়েছিলেন। তার প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণি এই তারকাকে নিয়ে ব্যাপক চর্চা। এবার তামান্নার সাড়া ফেলে দেওয়া সেই গানের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে যেন খেই হারালেন আন্নু কাপুর।

সম্প্রতি শুভংকর মিশ্রর পডকাস্টে তামান্নার ভিডিও দেখে আন্নু কাপুর বলেন, ‘কী সুন্দর দুধসাদা রঙের শরীর।’ উল্লেখ্য, টানটান ও ঝকঝকে ত্বকের জন্য ‘মিল্কি বিউটি’র খেতাব পেয়েছেন তামান্না। তবে তিনি এই তকমা যে মোটেও ভালোভাবে নেন না, সে কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বক্স অফিসে ‘কানতারা টু’ ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই সিনেমা। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় এটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি। শুধু বক্স অফিস নয়, ‘কানতারা’ সিনেমা দর্শকদেরও প্রশংসা কুড়ায়। 

নির্মিত হয়েছে এই সিনেমার প্রিকুয়েল। সিনেমাটির প্রিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ বা ‘কানতারা টু’। হোম্বেল ফিল্মস প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠি। গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিসও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৮৩৪ কোটি টাকার বেশি। 

বলা হচ্ছে, ঋষভ শেঠি একাই ‘কানতারা টু’ সিনেমাকে টেনে নিয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও দারুণ পারফর্ম করেছেন। ফলে তাদের পারিশ্রমিকের বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চলুন জেনে নিই, সিনেমাটির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’ সিনেমার চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা ও অভিনয়ও করেন ঋষভ শেঠি। সিনেমাটির জন্য প্রায় ৪ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ‘কান্তারা টু’ সিনেমার জন্য নির্দিষ্ট কোনো বেতন নেননি ঋষভ শেঠি। সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্সের উপর নির্ভর করবে তার পারিশ্রমিক। অর্থাৎ, সিনেমাটি যত বেশি সাফল্য পাবে, তত বেশি পারিশ্রমিক পাবেন ঋষভ। তাছাড়া জানা গেছে, সিনেমাটির বাজেট ১২৫ কোটি রুপি হলেও, ঋষভ নিজেই নিজের অর্থ এই প্রকল্পে বিনিয়োগ করেছেন।

ঋষভ শেঠির পারিশ্রমিক পারফরম্যান্স-ভিত্তিক হলেও বাকি অভিনয়শিল্পীরা নির্ধারিত পরিমাণে পারিশ্রমিক পেয়েছেন। ‘কানতারা টু’ সিনেমায় রাজকুমারীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, রাজার চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া। তাছাড়া সপ্তমী গৌড়া, জয়রাম গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। তারা প্রত্যেকে পেয়েছেন ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা) করে। বিশেষ করে রুক্মিণী তার শক্তিশালী উপস্থিতির জন্য আলোচনায় রয়েছেন। আর গুলশান দেবাইয়া ও জয়রাম তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে এই পিরিয়ড ড্রামায় দারুণ ভূমিকা রেখেছেন।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বক্স অফিসে ‘কানতারা টু’ ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
  • এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন