ফ্রান্সে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে। প্ল্যাটফর্মটির অ্যালগরিদমে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনে ‘বিদেশি হস্তক্ষেপ’ ঘটানো হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। 

শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। 

শুক্রবার (১১ জুলাই) প্যারিসের প্রসিকিউটর অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, এক্সের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুটি অপরাধের অভিযোগ আনা হয়েছে- অ্যালগরিদম পরিবর্তন এবং ব্যবহারকারীদের কাছ থেকে প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহ। এই অভিযোগ ‘সংগঠিত তথ্য সিস্টেম হ্যাকিং’-এর আওতায় পড়ে, যা ফরাসি আইনে অপরাধ হিসেবে গণ্য হয়।

আরো পড়ুন:

সংসার ভাঙলো কনার, ন্যান্সি ‘শিয়াল রাণী’ বললেন কাকে?

‘তাণ্ডব’র প্রদর্শনী বন্ধ, আপনি আছেন বন্দর নিয়ে?’ সরকারের প্রতি নিপুণের প্রশ্ন

প্রসিকিউটর লোর বেকো বলেছেন, জাতীয় জেনডারমারিকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে, প্যারিসের প্রসিকিউটর অফিসের সাইবার ক্রাইম ইউনিট দুটি আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছিল। ফরাসি সংসদের একজন সদস্য এবং একটি সরকারি প্রতিষ্ঠানের একজন উর্ধ্বতন কর্মকর্তা এই মামলার অভিযোগ দাখিল করেন। উভয় অভিযোগেই অভিযোগ করা হয়েছে যে, এক্সের অ্যালগরিদম বিদেশি হস্তক্ষেপের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনে বলা হয়েছে,  ফরাসি সংসদের আরো কয়েকজন সদস্য সম্প্রতি এক্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে প্ল্যাটফর্মের এআই চ্যাটবট ‘গ্রোক’-এর সাম্প্রতিক ইহুদিবিদ্বেষী মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই মামলায় এক্স প্ল্যাটফর্ম ছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট একটি আইনি সত্তা এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তদন্তের আওতায় এসেছে।

তদন্তকারীরা এখন প্রমাণ খুঁজছেন- এক্স প্ল্যাটফর্ম কীভাবে কনটেন্ট প্রদর্শনের অ্যালগরিদম পরিবর্তন করে চরম ডানপন্থি মতাদর্শকে এগিয়ে দিয়েছে। বিশেষ করে ইউরোপের সাম্প্রতিক নির্বাচনে ডানপন্থি প্রার্থীদের পোস্টগুলো বেশি প্রচারিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরো বলা হয়েছে, এক্স-এ সাম্প্রতিক সময়ে ঘৃণামূলক, বর্ণবাদী, এলজিবিটিকিউ+ বিরোধী ও সমকামবিরোধী রাজনৈতিক কনটেন্ট বৃদ্ধি পেয়েছে, যা ফ্রান্সের গণতান্ত্রিক পরিবেশকে প্রভাবিত করতে পারে।

এক্স ফ্রান্সের সিইও লরেন্ট বুয়ানেক জানুয়ারিতে একটি পোস্টে বলেছিলেন, ঘৃণামূলক কনটেন্ট ঠেকাতে এক্সের কঠোর ও স্পষ্ট নীতিমালা রয়েছে। তিনি আরো যোগ করেন, প্ল্যাটফর্মটি ‘ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করে’ এবং এর অ্যালগরিদম ‘ঘৃণাত্মক কনটেন্ট’ ঠেকাতে ডিজাইন করা হয়েছে।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ল য টফর ম কনট ন ট এক স র তদন ত

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিখন মন্ডলের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী  আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য মোঃ আলীনুর হোসাইন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মোঃ নোবেল মীর। 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান প্রতীক। তাঁর সুস্থতা দেশবাসীর প্রত্যাশা। তিনি আরও বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে সোনারগাঁওয়ে বিএনপি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ।

সভাপতি আলীনুর হোসাইন বলেন, দেশনেত্রীর স্বাস্থ্য সুস্থতার জন্য বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই একযোগে দোয়া করছে। দোয়া মাহফিল প্রমাণ করে—খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন।

আয়োজক মোঃ লিখন মন্ডল বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে এ আয়োজন করা হয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসলে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। এজন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দল নেতা  উজ্জ্বল প্রধান, সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাতুল রহমান রাজু, যুবদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা রোমান, রাজু, আলতাব লিটন ও মাহাবুব হাসান। এছাড়া সাবেক ছাত্রদল সভাপতি আবিরসহ শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ