নারী নির্যাতনবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে রাজশাহীর যে পূজামণ্ডপ
Published: 1st, October 2025 GMT
মণ্ডপের প্রতিমার আগেই চোখে পড়ছে পিঠমোড়া দিয়ে বাঁধা নির্যাতিত এক নারীর ছবি। তাঁর আঁচল ছড়িয়ে পড়েছে নিচের সিঁড়িতে। তার একপাশে দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য। অপর পাশে ইভ টিজিং আর শিশু ধর্ষণের শিকার আতঙ্কিত নারীমুখের ছবি।
নিচের অংশে মাঝখানে স্থাপন করা হয়েছে প্রতিমা। তার বাঁ পাশে দেওয়া হয়েছে ভ্রূণহত্যা নিয়ে কন্যাশিশুর আবেগপূর্ণ কিছু কথা। আর ডান পাশে রয়েছে বৃদ্ধাশ্রমে যন্ত্রণাকাতর এক মায়ের প্রতিকৃতি।
সব মিলিয়ে রাজশাহী শহরের মালোপাড়ার শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ ঠাকুর মন্দির যেন এবার নারী নির্যাতনবিরোধী চেতনা ছড়িয়ে দিচ্ছে। সেখান থেকে আকুতি জানানো হচ্ছে নারীর অধিকার, নিরাপত্তা ও সম্মান রক্ষার।
গত সোমবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেল, নির্যাতিত নারীর ছবির বাঁ পাশে বড় হরফে লেখা হয়েছে, ‘সুনিশ্চিত হোক নারীর নিরাপত্তা, থেমে না যাক তাদের স্বপ্নযাত্রা।’ ডান পাশে লেখা রয়েছে, ‘গ্রাম থেকে শহর—প্রতিটি পথে, নিরাপদ চলুক নারী দিন-রাতে।’
প্যান্ডেলে বিভিন্ন শিরোনামে সাজানো হয়েছে নারীর জীবনচক্রের অধ্যায়গুলো। কন্যাভ্রূণের অস্তিত্বের প্রতি নেতিবাচক মনোভাব ও তার নীরব যন্ত্রণাগুলো কবিতায় বলা হয়েছে, ‘আসতে দাও পৃথিবীতে, করছ কেন খুন? আমার দোষ কি শুধু আমি কন্যাভ্রূণ? আমার থেকেই নতুন জীবন, সৃষ্টি মানে আমি। আমি যদি খুন হয়ে যাই, কীভাবে আসবে তুমি?’
ইভ টিজিংয়ের ভীতিকর হুমকি, চারদেয়ালে বন্দী নারীর একাকিত্ব, সমাজের কুকথা থেকে নারীর কষ্টের ছবির পাশে লেখা হয়েছে, ‘লালসায় উত্তপ্ত চোখ, শিশু ধর্ষণ বন্ধ হোক।’ অন্যায়ের অন্ধকারে মেয়েদের মনের অনুভূতি নিয়ে বলা হয়েছে, ‘বেরোতে পারি না একা, এ সমাজ নষ্ট মানুষের মুখোশে ঢাকা।’ সংগ্রামী নারীর সমাজের প্রতি আত্মবিশ্বাসী আকুতি প্রকাশ করতে গিয়ে বলা হয়েছে, ‘ফিনফিনে কাপড়ের ভাঁজে খুঁজে ফেরো নারী। কখনো মানুষ ভেবে সুযোগ দিয়ো! দেখবে, আমরাও পারি।’
শেষ চরণে প্যান্ডেলটি বৃদ্ধাশ্রমে বয়স্ক নারীর উপেক্ষা ও ত্যাগের গল্প তুলে ধরে একটি নান্দনিক, অথচ করুণ মনোভাবের কথা জানান দিয়েছে এভাবে—
‘দশ মাস দশ দিন যন্ত্রণার ফল কি আজ বৃদ্ধাশ্রম!’
‘মা সেদিনও কেঁদেছিল, ছেলে ভাত খায় না বলে,
আর আজ কাঁদে, ছেলে ভাত দেয় না বলে।’
‘এক মাকে পুজো করো, আরেক মাকে ঘর থেকে বের করো?’
বৃদ্ধাশ্রমের মায়ের ছবির পাশে নচিকেতার সেই বিখ্যাত গানের একটি চরণ লেখা হয়েছে, ‘ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার.
দেবীমূর্তির প্রতিচ্ছবিতে লক্ষ্মী ও সরস্বতীর শান্ত সৌন্দর্যের সঙ্গে চণ্ডীর শক্তির রূপও ফুটেছে। প্যান্ডেলে দ্রৌপদীর বস্ত্রহরণের পৌরাণিক দৃশ্যটি তুলে আনা হয়েছে, যার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে নারীর নিজস্ব প্রতিরোধ ও দেবীশক্তির আবির্ভাবের কথা বলা হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুনন্দন দাসের মতে, ‘আমরা চাই, মানুষ দেবীর পূজার আনন্দ উপভোগের সঙ্গে নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা সম্পর্কে ভাবুক।’ সাধারণ সম্পাদক প্রকৌশলী পাপন চন্দ্র রায়ের ভাষ্য, ‘দুর্গোৎসব শুধু উৎসবই নয়, এটি হোক সচেতনার এক মঞ্চ। এ থিমের উদ্দেশ্য কোনো প্রতিবাদ নয়, বরং উৎসবের মধ্যে নারীদের সংগ্রামী জীবন ফুটিয়ে তোলা। সে উদ্দেশ্যকে মাথায় রেখেই আমাদের ক্ষুদ্র বাজেটের এই থিম।’
উৎসব শুধু আনন্দের নয়, সচেতনতার মঞ্চও হতে পারে। আয়োজকেরা দেখিয়েছেন, পূজার মঞ্চকে ব্যবহার করে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।বিভা সাহা, দর্শনার্থীকথা হয় কোষাধ্যক্ষ রতন পালের সঙ্গেও। তিনি বলেন, ‘আশা করি, এই থিম সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদার কথা জাগিয়ে তুলবে এবং বাস্তব জীবনে আরও ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটাবে।’
উপস্থিত দর্শনার্থীরা সবাই দাঁড়িয়ে মণ্ডপের দেওয়ালের ছবিগুলোর পাশের সচেতনতামূলক লেখাগুলো মন দিয়ে পড়ছিলেন। দর্শনার্থী বিভা সাহা জানান, সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হলো, আয়োজন সাদামাটা হলেও প্যান্ডেলটির বার্তা অনেক বড়। এর সরল উপস্থাপনা দর্শনার্থীদের মনে ধরেছে। তিনি বলেন, ‘আর কোনো মণ্ডপেই এত সময় দিইনি। উৎসব শুধু আনন্দের নয়, সচেতনতার মঞ্চও হতে পারে। আয়োজকেরা দেখিয়েছেন, পূজার মঞ্চকে ব্যবহার করে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয়: উপদেষ্টা
ভারতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অসুর রূপে প্রতিমায় উপস্থাপন ‘অত্যন্ত নিন্দনীয়’ ও ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আরো পড়ুন:
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে: প্রধান উপদেষ্টা
শারদীয় দুর্গোৎসবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের একটি পূজামণ্ডপে অসুরের ভূমিকায় ড. মুহম্মদ ইউনূস, একটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্য একটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নির্মাণ করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘‘মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে, তাই একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে অসুর অর্থাৎ শয়তান বানিয়ে উপস্থাপন করা অশোভন ও দুঃখজনক। যারা এই কাজ করেছেন, তারা ভালো করেননি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়।’’
এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি-না তা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘‘বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে কারা এগুলো করেছেন, খোঁজ নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যা করার করবেন।’’
সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘‘বৃহৎ এই উৎসব ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি।’’
তিনি আরো বলেন, ‘‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীরা পূর্বের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মাদ্রাসা শিক্ষার্থী অনেকে রয়েছেন প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’’
কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ।
ঢাকা/পলাশ/বকুল