১০ সেকেন্ড…৫ সেকেন্ড…শুরু হলো জাকের–নাজমুলদের দৌড়
Published: 7th, August 2025 GMT
ঘড়িতে সময় সকাল ৭টা ৫০ মিনিট। আকাশে মেঘের দল। সূর্যের আলো তখনো ভালোভাবে উঁকি দিতে পারেনি। শেরেবাংলা স্টেডিয়ামে ক্যামেরা হাতে তৈরি সংবাদমাধ্যমের দুই আলোকচিত্রী। তাঁদের মুখে ঘুম ঘুম ভাব—রাত জাগা শহরে তখনো বেশির ভাগই হয়তো বিছানায়, কারও হাতে চা বা কফির কাপ। যাঁদের ওই সৌভাগ্য, সুযোগ কিংবা সময় নেই, তাঁরা ছুটছেন কর্মস্থলে।
এ তালিকায় যদি আপনিও থাকেন, খুব কি মন খারাপ হবে? আপনি যাঁদের টিভি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের রঙিন দুনিয়ায় দেখে তাঁদের আয়েশি জীবনের কথা ভাবেন— সেই ক্রিকেটাররাও আছেন আপনার দলেই।
আরও পড়ুন৬৫০ উইকেটের চূড়ায় রশিদ, সাকিব কোথায়১ ঘণ্টা আগেএকই পোশাক (জাতীয় দলের অনুশীলন কিট) পরে ক্রিকেটাররা শেরেবাংলা স্টেডিয়ামের জিমে ছুটছিলেন সতীর্থদের কাঁধে হাত রেখে। পাশেই ইম্পেরিয়াল স্কুলে তখন বাজতে থাকা জাতীয় সংগীত, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…’ সুর ভেসে আসছিল তাঁদের কানেও।
তা শুনতে শুনতে বহু বছর আগে স্কুলের পিটিতে দাঁড়ানোর আগে বন্ধুত্বের গল্প জুড়ে দেওয়ার সময়টাতেও তাঁরা ফিরে গেলেন কি না, প্রশ্নটা করা গেল না। ক্রিকেটারদের তাড়া তখন জিমে ছুটে যাওয়ার। জাতীয় সংগীত, শপথ শেষ হলো স্কুলে। শেষ হলো জাকের আলী–নাজমুল হোসেনদের জিম সেশনও।
চলছে ঘাম ঝরানোর ক্লাস। কেউ কেউ ততক্ষণে একটু ক্লান্ত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ