মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে একটি মোটরসাইকেলসহ চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিস।

নিহত মোটরসাইকেলচালকের নাম মো. সিয়াম (২৫)। তিনি মাদারীপুর সদরের হাঁটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। সিয়াম রাজধানীর বংশালের একটি গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে সিয়ামসহ কয়েকজন কয়েকটি মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে আসেন। রাতে ঘোরাঘুরি শেষে আজ সকালে তাঁরা ঢাকার বংশালে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় সিয়ামের মৃত্যু হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সকাল পৌনে সাতটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকা সিয়ামের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করি। পরে সিয়ামের এক সহকর্মী ও গ্যারেজের অন্যান্য লোকজন এসে তাঁর লাশ শনাক্ত করেন। লাশ ও মোটরসাইকেল হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম সিদ্দিকি প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধারণা, ঢাকা ফেরার পথে সিয়ামের মোটরসাইকেলটি সবার পেছনে ছিল। সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে মারা যায়। সিয়ামের লাশ ও মোটরসাইকেল আমাদের থানায় আছে। সিয়ামের স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ র নগর

এছাড়াও পড়ুন:

নাটোরে প্রাইভেটকারের চালককে গলা কেটে হত্যা

নাটোরের লালপুরে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে এক প্রাইভেটকারের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সাইদুর সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, একটি প্রাইভেটকার কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে চালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে চালকের মরদেহ এবং প্রাইভেটকারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের লাশ উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/আরিফুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ