২০২৪ সালের ৫ আগস্ট। শেখ হাসিনার পদত্যাগ দাবিতে দেশব্যাপী চলছিল তুমুল আন্দোলন। বাদ যায়নি কুষ্টিয়া শহরও। ছাত্র-জনতা এদিন সকাল থেকে রাস্তায় বিক্ষোভ শুরু করেন। এতে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। আন্দোলনকারীদের লক্ষ্য করে তারা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। পুরো শহর পরিণত হয় রক্তাক্ত জনপদে। 

পুলিশের গুলিতে নিভে যায় ছয়টি তাজা প্রাণ। এছাড়া তাদের ছোড়া টিয়ার গ্যাসের আঘাতে একজন ও যুবলীগের হামলায় আরও একজন নিহত হন। মোট আটজন নিহতের ঘটনা ঘটে আন্দোলনকে ঘিরে। তবে সেই ঘটনার এক বছর পার হলেও কোনো বিচার না হওয়ায় নিহতদের পরিবারে হতাশা তৈরি হয়েছে।

তাদের সবার দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। তবে দোষ না করেও যারা মামলার আসামি হয়েছেন, তাদের প্রতি সুবিচারের দাবিও তোলা হয়েছে। পাশাপাশি তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

কুষ্টিয়ায় আট শহিদ হলেন- মো.

ইউসুফ, আবদুল্লাহ, ওসামা, বাবলু ফারাজী, সুরুজ আলী, আশরাফুল ইসলাম, সবুজ আলী ও মাহিম হোসেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে নূর টেইলার্স গলির ভেতরে আন্দোলনকারী মো. ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। তার কপাল ও শরীরের বিভিন্ন স্থান গুলিবিদ্ধ হয়। এ ঘটনার মামলায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ মোট ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। 

মামলার বাদী ও নিহত ইউসুফের মেয়ে সীমা খাতুন বলেন, “আওয়ামী লীগ নেতাদের নির্দেশে এসআই সাহেব আলী ও এসআই মুস্তাফিজ গুলি করে আমার বাবাকে হত্যা করেছে। পরে পুলিশের নামে থানায় মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ মামলা নেয়নি। হত্যার ১০ দিন পরে মামলা করা হয়। কিন্তু এ মামলায় অনেক নির্দোষ ব্যক্তির নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবিধাবাদীরা এ মামলা নিয়ে স্বার্থ হাসিল করেছে। তারা তাদের মনমতো মামলা সাজিয়েছে। নাম ঢুকিয়েছে। এরপর কয়েকজনের নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য তারা বাণিজ্য করেছে। এ জন্য বিভিন্ন সময় তারা আমার সই নিয়েছে। এই এক বছরে আমরা বাবার হত্যার বিচার পাইনি। হত্যার ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। শহিদ পরিবারে চাকরি দেওয়া হোক, পুনর্বাসন করা হোক।”

পুলিশের গুলিতে প্রাণ হারান সুরুজ আলী বাবু। তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। ৫ আগস্ট বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ার বার্মিজ গলির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ময়নাতদন্ত ছাড়াই ওইদিন তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় রাইসুল হক নামে এক ব্যক্তি ৩৫ জনের নামে মামলা করেন। অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়। 

সুরুজ আলীর স্ত্রী ফাহিমা খাতুন বলেন, ‘‘আমার স্বামীকে হত্যার এক বছর পেরিয়ে গেল। কিন্তু আজও বিচার পেলাম না। আমাদের আগেই অন্য একজন এ ঘটনায় মামলা করেছে। ওই মামলার বিষয়ে আমরা কিছুই জানি না। শুনেছি মামলার মাধ্যমে বাণিজ্য হয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীরা শাস্তি পাক, নির্দোষীদের অব্যাহতি দেওয়া হোক। আমি সরকারের কাছে আমার নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতের ঘটনায় হওয়া মামলাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত কাজের অগ্রগতি ভালো।”

মামলার বাদীদের অভিযোগ, এসব মামলায় অনেক নিরাপরাধ মানুষকে আসামি করা হয়েছে। এ বিষয়গুলো পুলিশ কীভাবে দেখছে? এমন প্রশ্নে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “আমরা প্রতিটি বিষয় মাথায় রেখেই মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন ভোগান্তির শিকার না হয়, সে বিষয়েও খেয়াল রাখছি।”

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়ে আসছি। প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের ব্যাংক চেক দেওয়া হয়েছে। জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এককালীন দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসন, আবাসন সুবিধা ও চাকরির ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।”

ঢাকা/কাঞ্চন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর তদন ত ক পর ব র হত য র ঘটন য়

এছাড়াও পড়ুন:

কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ: লিলিপুট

বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কখনো পাননি। এ নিয়ে চাপা আক্ষেপ বয়ে বেড়াচ্ছিলেন। ৭১তম জাতীয় চলচ্চিত্রে পুরস্কার সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ।  

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশের পর থেকে নানা ধরনের সমালোচনা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অনেকে শাহরুখ খানকে আক্রমণ করেও মন্তব্য করেছেন। এবার শাহরুখ খানকে নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেতা লিলিপুট। কেবল তাই নয়, কমল হাসানের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেছেন ৭৪ বছরের এই অভিনেতা।   

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন লিলিপুট। এ আলাপচারিতায় তিনি বলেন, “যে অন্ধ নয়, সে অন্ধের অভিনয় করতে পারে। কিন্তু যে বামন নয়, সে কীভাবে একজন বামনের চরিত্রে অভিনয় করবে? কারণ বামনরাও স্বাভাবিক—তাদের হাতের নাড়াচড়া স্বাভাবিক, তারা হাসে, ভাবে—সব কিছু স্বাভাবিক মানুষের মতোই, শুধু তাদের চেহারাটা আলাদা। তাহলে আপনি এতে কীভাবে অভিনয় করবেন? আপনাকে প্রযুক্তির মাধ্যমে ছোট করে দেখাতে হবে।” 

আরো পড়ুন:

হুমা কুরেশির ভাই খুন

বলিউডের নয়া ‘ক্রাশ’ অনীত

শাহরুখ খানের সমালোচনা করে লিলিপুট বলেন, “আমরা জানি আপনি সুদর্শন, চমৎকার দেখতে—সেখানেই আমাদের ধারণা থমকে যায়। আমরা একজন বামনকে দেখছি না, বরং এমন একজন হিরোকে দেখছি যাকে ভিএফএক্স দিয়ে ছোট করে দেখানো হয়েছে। আপনার চিত্রনাট্য কী বলার চেষ্টা করছে?” 

তামিল ভাষার ‘অপ্পু রাজা’ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান। বরেণ্য এই অভিনেতার সঙ্গে শাহরুখ খানের ‘জিরো’ সিনেমার তুলনা করেন লিলিপুট। এ সিনেমায় শাহরুখ একজন বামনের চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি শাহরুখ খান যথেষ্ট হোমওয়ার্ক করেননি বলেও দাবি তার।  

এ বিষয়ে লিলিপুট বলেন, “আপনি ‘অপ্পু রাজা’ এর বুদ্ধিমত্তা দেখেন। কমল হাসান একজন বামন ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বামনদের শরীর কিছুটা বিকৃত থাকে, তাদের আঙুল ছোট হয়, একটু মোটা হয়, হাত, মুখ ও পা অন্যরকম হয়—তাহলে আপনি যখন সেই ধরনের প্রভাব ফেলতে পারছেন না, তখন কেন এমন একটা কাজ করলেন? কীভাবে ভাবলেন আপনি এর মাধ্যমে প্রভাব ফেলতে পারবেন?” 

কমল হাসানকে অনুকরণ করেছেন শাহরুখ খান। এ দাবি করে লিলিপুট বলেন, “আপনি কমলজির অনুকরণ করেছেন। কিন্তু আপনি তার পায়ের ধুলোরও যোগ্য নন।” 

আনন্দ এল রাই নির্মিত ‘জিরো’ সিনেমা ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর দর্শক-সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়া পান। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করেছিল ১৯১.৪৩ কোটি রুপি। এ ব্যর্থতার পরই শাহরুখ খান আড়ালে চলে যান। দীর্ঘ বিরতিতে নিজেকে প্রস্তুত করেন। ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে তার রাজকীয় প্রত্যাবর্তন হয়। 

‘জওয়ান’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। এ সিনেমা ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এটি পরিচালনা করেন অ্যাটলি কুমার। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এটি।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন, আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা
  • আট উপদেষ্টার সমালোচনায় সাবেক সচিব
  • বুমরা-সিরাজের পর কে হবেন ভারতের পেস আক্রমণের নেতা
  • বাড়ির পাশের কবরস্থানে সাংবাদিক তুহিনের দাফন সম্পন্ন
  • সাংবাদিক থেকে সাধারণ মানুষ: সবার জীবন ঝুঁকিতে
  • টের স্টেগেনের অধিনায়কত্ব কেড়ে নিল বার্সা, নতুন অধিনায়ক কে
  • উন্নত চিকিৎসা করাতে না পেরে বন্ডে সই, ডেঙ্গু রোগীর মৃত্যু
  • সাংবাদিক ভাইদের জীবনের নিরাপত্তা কে দিবে, প্রশ্ন তমা মির্জার
  • কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ: লিলিপুট