জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত
Published: 9th, August 2025 GMT
জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন।
সরকারি সূত্র জানিয়েছে, শনিবার (৯ আগস্ট) রাতভর চলা গুলোগুলিতে আরো দুই সেনা আহত হয়েছেন, যার ফলে মোট আহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চলে ‘সন্ত্রাসীরা’ বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি ‘সন্ত্রাসবাদী’ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি।
আরো পড়ুন:
বোয়ালমারীতে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৭
কলেজ মাঠের পানি নিষ্কাশন নিয়ে শিক্ষক-স্থানীয়দের সংঘর্ষ
দেশটির সেনাবাহিনী এক্স এ একটি পোস্টে বলেছে, “ল্যান্সনায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিংয়ের আত্মত্যাগ স্মরণীয়। তাদের সাহস ও নিষ্ঠা ভারতীয় সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণা। ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারের পাশে রয়েছে। অভিযান চলমান রয়েছে।”
এনডিটিভি জানায়, সন্ত্রাসীরা বনাঞ্চলে অবস্থান নিয়েছে। সেখানে অভিযান চালাতে শত শত সেনা অংশ নিচ্ছে। নিরাপত্তা বাহিনী ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার সন্ত্রাসীদের নিশানা করছে। শনিবার নবম দিনের মতো অভিযান চলছে।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক নলিন প্রভাত বলেন, “কঠিন ভূপ্রকৃতি ও বনাঞ্চলের কারণে অভিযান সময় নিচ্ছে, তবে আমরা তাদের অবশ্যই ধরব।”
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ