বিশ্বের সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবাড়ু নির্ধারণে আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জিতেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ফাইনালে তারা হারিয়েছে ইলন মাস্কের এআই মডেল গ্রোক ৪–কে।

দাবা দীর্ঘদিন ধরে কম্পিউটারের সক্ষমতা যাচাইয়ের অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচিত। আধুনিক দাবা সফটওয়্যার এখন বিশ্বের সেরা মানব-দাবাড়ুকেও অনায়াসে হারাতে পারে। তবে এবারের প্রতিযোগিতা ছিল ভিন্নধর্মী। এখানে অংশ নেওয়া এআই মডেল বিশেষভাবে দাবার জন্য তৈরি নয়। সাধারণত এগুলো নিত্যদিনের নানা কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা ওপেনএআইয়ের ওথ্রি মডেল ফাইনালে মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের গ্রোক ৪–কে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। এই জয় দুই প্রতিষ্ঠানের চলমান প্রতিদ্বন্দ্বিতাকে আরও উসকে দিয়েছে।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক দুজনই দাবি করে আসছেন, তাঁদের সর্বশেষ এআই মডেলই বিশ্বের সবচেয়ে উন্নত। তৃতীয় স্থানে রয়েছে গুগলের মডেল জেমিনি। ওপেনএআইয়ের আরেকটি মডেলকে হারিয়ে এই অবস্থান অর্জন করেছে জেমিনি। চেজ ডটকমের প্রতিবেদক পেদ্রো পিনহাতা বলেন, ‘সেমিফাইনাল পর্যন্ত মনে হয়েছিল, গ্রোক ৪–কে থামানোর মতো কেউ নেই। কিছু দুর্বল মুহূর্ত থাকলেও এক্সএআইয়ের এআই ছিল সবচেয়ে শক্তিশালী দাবাড়ু। কিন্তু শেষ দিনের খেলায় সেই ধারণা ভেঙে যায়। ফাইনালে গ্রোকের ‘ভুলভরা’ খেলার সুযোগ নিয়ে ওথ্রি টানা কয়েকটি নিশ্চিত জয় তুলে নেয়।

দাবা গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা তাঁর সরাসরি সম্প্রচারে মন্তব্য করেন, গ্রোক অনেক ভুল করেছে, কিন্তু ওপেনএআই একটিও করেনি।

এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গুগলের মালিকানাধীন প্ল্যাটফর্ম ক্যাগলে। এ প্ল্যাটফর্মে ডেটা বিজ্ঞানীরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাঁদের সিস্টেম পরীক্ষা ও মূল্যায়ন করেন। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় আটটি বড় ভাষা মডেল, অ্যানথ্রপিক, গুগল, ওপেনএআই, এক্সএআই ছাড়াও চীনের ডিপসিক ও মুনশট এআই। এআই ডেভেলপাররা সাধারণত ‘বেঞ্চমার্ক’ পরীক্ষা ব্যবহার করে মডেলের যুক্তি প্রয়োগ, কৌশল নির্ধারণ বা প্রোগ্রামিং দক্ষতা যাচাই করেন। দাবার মতো জটিল, নিয়মনির্ভর কৌশলভিত্তিক খেলা এ ক্ষেত্রে ব্যবহৃত হয় মডেলের লক্ষ্য অর্জনের সক্ষমতা পরিমাপের জন্য। অর্থাৎ প্রতিপক্ষকে হারিয়ে জয়লাভ।

গুগলের এআই ল্যাব ডিপমাইন্ডের তৈরি ‘আলফাগো’ ২০১০–এর দশকের শেষ দিকে মানব গো চ্যাম্পিয়নদের একের পর এক হারিয়ে আলোচনায় আসে।  ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা স্যার ডেমিস হাসাবিস নিজেও একসময় ছিলেন দাবার বিস্ময় প্রতিভা। অন্যদিকে ১৯৯৭ সালে আইবিএমের সুপারকম্পিউটার ‘ডিপ ব্লু’ তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে প্রযুক্তি–দুনিয়ায় সাড়া ফেলে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

এআই ভিডিও তৈরির নতুন অ্যাপ আনছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও তৈরির নতুন অ্যাপ ‘সোরা ২’ উন্মোচন করতে যাচ্ছে ওপেনএআই। অ্যাপটিতে ব্যবহারকারীরা লিখিত নির্দেশনা দিলেই তৈরি হয়ে যাবে উন্নতমানের কৃত্রিম ভিডিও। ভিডিওতে সংলাপের পাশাপাশি সাউন্ড ইফেক্টসহ বিভিন্ন ধরনের ইফেক্টও যুক্ত করা যাবে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের চেহারার আদলে তৈরি চরিত্রকে ভিডিওর বিভিন্ন দৃশ্যে যুক্ত করতে পারবেন।

ওপেনএআইয়ের দাবি, সোরা ২ অ্যাপের মাধ্যমে ভিডিও তৈরির সুযোগ এআই প্রযুক্তিকে এক নতুন মাত্রায় উন্নীত করবে। অ্যাপটি ভিডিওর বিভিন্ন দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃত্রিমভাবে সংলাপ যুক্তের পাশাপাশি বাস্তবসম্মত শব্দ তৈরি করতে পারে। এমনকি ভিডিওতে থাকা বিভিন্ন চরিত্রের মধ্যে মানুষের মতো স্বচ্ছন্দে চলাফেরা বা নড়াচড়া ফুটিয়ে তুলতে পারে। ফলে ভিডিও আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত ও প্রাণবন্ত হবে।

সোরা ২ অ্যাপে থাকছে টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টসের মতো উল্লম্ব সোয়াইপ অ্যান্ড স্ক্রল ইন্টারফেস। টিকটক ও ইউটিউব শর্টসের মতো স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর জন্য বিশেষ নকশাও থাকবে অ্যাপটিতে। ফলে লিখিত নির্দেশনা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে উচ্চমানের ভিডিও তৈরি করা যাবে। অ্যাপটিতে অ্যালগরিদমভিত্তিক ফিড থাকায় ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্যদের তৈরি বিভিন্ন ভিডিও দেখতে পারবেন।

সোরা ২ অ্যাপটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। প্রযুক্তিবিশ্লেষকদের মতে, সোরা ২ অ্যাপ তৈরির মাধ্যমে গুগল, মেটা ও বাইটড্যান্সের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছে ওপেনএআই।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ

  • এআই ভিডিও তৈরির নতুন অ্যাপ আনছে ওপেনএআই
  • ভারতের সবচেয়ে কমবয়সী ধনকুবের, ৩১ বছর বয়সেই মালিক ২১ হাজার কোটি রুপির
  • চ্যাটজিপিটির মাধ্যমে অনলাইনে পছন্দের পণ্যও কেনা যাবে
  • চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল–সুবিধা যুক্ত করল ওপেনএআই