গাজীপুরে সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় এসময় আহত হন তিনজন। 

শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকার ওই বাড়িতে ডাকাতি হয়। 

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍“এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” 

আরো পড়ুন:

পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধান মেলেনি

বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক গ্রেপ্তার

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে ১০-১২ জন ডাকাত সীমানাপ্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করে। তাকে খুঁটির সঙ্গে বেঁধে ডাকাতরা দ্বিতীয় তলায় প্রবেশ করে।

সেখানে তারা চিকিৎসক হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ছয়টি মোবাইল ও তৈজসপত্র লুট করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় কেয়ারটেকারসহ তিনজন আহত হন। 

গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি, একজনের চোখ তুলে ফেলার চেষ্টা

মাদারীপুরে চোর সন্দেহে তিন জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের মধ্যে একজনের দুই চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়। এতে তার দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) ভোররাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তিনজন হলেন- ওই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০), একই এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৭)।

আরো পড়ুন:

কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুরে সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ডাকাতি রোধে পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় নিয়মিত পাহারা দেন স্থানীয় যুব সমাজ। রবিবার ভোররাতে ওই তিনজনের রহস্যজনক চলাফেরা দেখে ধাওয়া দেয় এলাকাবাসী। পরে তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এ সময় জাকির শেখের দুই চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মাদারীপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, ‘‘এ ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ