শ্রীপুরে জুলাই যোদ্ধাদের তালিকায় নাম না থাকায় বঞ্চিতদের মহাসড়ক অব
Published: 10th, August 2025 GMT
গাজীপুরের শ্রীপুরের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় জুলাই যোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে বঞ্চিতরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি করে, দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।
পরে শ্রীপুর থানা পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা সমাধানের আশ্বাস দেয়। আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরো পড়ুন:
শ্রমিকদের সড়ক জিম্মির খেলা বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির
স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে বরিশালের সড়কে জুমার নামাজ আদায়
বিক্ষোভকারীদের একজন নিলয় মৃধা জানান, শ্রীপুরে জুলাই যোদ্ধাদের তালিকা ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়েছে। তালিকায় অনেককেই ইচ্ছামতো অন্তর্ভুক্ত হয়েছে। অথচ প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম বাদ পড়েছে। পাশাপাশি আন্দোলনে না গিয়েও যাদের পুলিশ হেফাজতে নিয়েছিলেন, তাদের নামও তালিকায় আছে।
তিনি দাবি করেন, তালিকায় থাকা ৪২ জনের নাম যাচাই-বাছাই করে ভূয়া নাম বাদ দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হোক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “জুলাই যোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমাধানের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন। এজন্য যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
ঢাকা/রফিক/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ অবর ধ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার, শোকের মাতম
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি পুকুর থেকে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর নিথর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাইফা শিমরাইল এলাকার মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইফা দুপুরে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
শিশুটিকে না পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল। এ বিষয়ে স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আমরা দুপুর আনুমানিক দেড়টার দিকে খবর পাই।
খবর পাওয়ার সাথে সাথেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পুকুরটি আয়তনে বড় এবং গভীর হওয়ায় কিছুটা সময় লাগলেও প্রায় আধা ঘণ্টার নিরলস চেষ্টায় আমরা শিশুটির নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হই।
তিনি আরও জানান, উদ্ধারের পর শিশুটিকে জীবিত পাওয়ার আশায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইফাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে অসাবধানবশত সাইফা পুকুরের পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানায় তার মৃত্যু হয়।