নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র জন্য তৈরি নতুন ‘জিপিটি ৫’ মডেল আগের সব সংস্করণের তুলনায় শক্তিশালী, বুদ্ধিমান ও নিরাপদ বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। শুধু তা–ই নয়, নতুন মডেলটি পিএইচডি স্তরের সমান দক্ষ বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান নতুন মডেলটিকে চ্যাটজিপিটির নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্যে, নতুন মডেলটি আগের মডেলগুলোর তুলনায় আরও স্মার্ট, দ্রুত ও কার্যকর।

জিপিটি ৫ মডেল এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে বেশ আলোড়ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, জিপিটি ৫ মডেলের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলো ভুয়া তথ্য শনাক্তকরণের দক্ষতা। ব্যবহারকারীদের সঙ্গে আগের মডেলগুলোর তুলনায় যোগাযোগের সক্ষমতাও বেশি রয়েছে মডেলটির। ওপেনএআইয়ের তথ্যমতে, চ্যাটজিপিটি ৫ তিনটি সংস্করণে ব্যবহার করা যাবে। জিপিটি ৫, জিপিটি ৫ মিনি ও জিপিটি ৫ ন্যানো। ব্যবহারকারীরা জিপিটি ৫ ও মিনি সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। তবে জিপিটি ৫ প্রো সংস্করণের জন্য মাসে ২০০ ডলার খরচ করতে হবে। নতুন মডেলটি ওপেনএআইয়ের সব সেবায় একীভূত করা হয়েছে। ফলে যুক্তি বিশ্লেষণ, ছবি তৈরি, ওয়েব ব্রাউজ বা ভয়েস মোডসহ সব কাজেই মডেলটি কাজ করবে।

আরও পড়ুনচ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য ফাঁস, দেখা যাচ্ছে অনলাইনে০৩ আগস্ট ২০২৫

ওপেনএআইয়ের দাবি, জিপিটি ৫ মডেলের মাধ্যমে কোডিং ও লেখার সময় পিএইচডি স্তরের দক্ষতা দেখা যাবে। এরই মধ্যে কোডিংয়ের ক্ষেত্রে জিপিটি ৫ আগের সব মডেলের তুলনায় ভালো ফল করেছে। শুধু তা–ই নয়, যুক্তি বিশ্লেষণ ও ত্রুটি সমাধানেও দক্ষতা প্রদর্শন করেছে। এ ছাড়া টেক্সট প্রম্পট দিয়ে এক মিনিটের মধ্যে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ তৈরি করতে পারে জিপিটি ৫।

আরও পড়ুনচ্যাটজিপিটিকে যে কাজে ব্যবহার করলে তথ্যের গোপনীয়তা না–ও থাকতে পারে২৮ জুলাই ২০২৫

আগের জিপিটি সংস্করণগুলোয় ভুল তথ্য তৈরির (হ্যালুসিনেশন) প্রবণতা নিয়ে সমালোচনা ছিল। ওপেনএআই দাবি করছে, জিপিটি ৫ মডেলে এই সমস্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন মডেলের ত্রুটির হার ‘ওথ্রি’ সংস্করণের তুলনায় ৬৫ শতাংশ এবং জিপিটি ৪ও–এর তুলনায় ২৬ শতাংশ কম। পাঁচ হাজার ঘণ্টার বেশি সময় ধরে বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা চালিয়ে এর নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব বাড়ানো হয়েছে। এর ফলে কোনো বিষয়ে নিশ্চিত তথ্য জানা না থাকলে অযৌক্তিক কোনো উত্তর দেবে না জিপিটি ৫।

আরও পড়ুনচ্যাটজিপিটির তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে২১ সেপ্টেম্বর ২০২৪

এরই মধ্যে নিজেদের বিভিন্ন সেবায় জিপিটি ৫ মডেল যুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। গুগলের বিভিন্ন সেবাও কয়েক দিনের মধ্যে নতুন মডেল সমর্থন করবে। জিপিটি ৫ প্রো সংস্করণেই জিমেইল, গুগল সার্চ, ক্যালেন্ডারসহ অন্যান্য সেবা সরাসরি ব্যবহার করা যাবে। ওপেনএআই জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধা অন্যান্য সংস্করণেও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সূত্র: নিউজ১৮, বিবিসি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর স স করণ করণ র

এছাড়াও পড়ুন:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ইংরেজি বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে জনবল নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট ২০২৫। কর্মস্থল রাজধানীর বনানীতে। আবেদনকারীদের ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ইংরেজি বিভাগের জন্য পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইউজিসির নীতিমালা অনুসরণ করতে হবে।

নিয়োগ পাওয়া শিক্ষকদের শিক্ষার্থীদের গবেষণা ও পেশাগত উন্নয়নে পরামর্শ দেওয়া, পাঠ্যসূচি উন্নয়ন, একাডেমিক নেতৃত্ব প্রদান ও জাতীয়–আন্তর্জাতিক স্বীকৃতি কার্যক্রমে অংশ নেওয়ার দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনদুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে০৭ আগস্ট ২০২৫

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, সিভি, কাভার লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। রেজিস্ট্রার, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, স্টার টাওয়ার, ১২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। ই–মেইল: [email protected]।

একনজরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনাসাপেক্ষ

আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৫

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি আবশ্যক। ইংরেজি বিভাগের জন্য পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার। ইউজিসির নীতিমালা অনুসরণ করতে হবে।

আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল নিয়োগ, পদ ১১৭৮ ঘণ্টা আগে

অভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয়ে অন্তত ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের রীতি: ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। রেজিস্ট্রার, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়

স্টার টাওয়ার, ১২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। ই–মেইল: [email protected]।

আরও পড়ুনচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, বেতন স্কেল ১৬,০০০–৫৬,৫০০ টাকা২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী ও সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ফি ৫০০ টাকা
  • প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ
  • এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রোককে হারিয়ে চ্যাম্পিয়ন ওপেনএআই