মিরপুরের পল্লবী এলাকায় পিকআপের ধাক্কায় মোহাম্মদ ইমন মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১টার দিকে ঘটে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি
ধীরে চলছে স্বাস্থ্য খাত সংস্কার, সুপারিশ বাস্তবায়নে নেই অগ্রগতি
নিহতের বড় ভাই সুমন মোল্লা জানান, ইমন মিরপুরের বাসা থেকে পল্লবী এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি পিকআপ তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ইমন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে অস্ত্রসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি একনলা বন্দুকসহ জেলা যুবদলের সাবেক এক নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম এ কে এম ফরিদ উদ্দিন। তিনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তাঁর বাড়ি পালেরহাট এলাকাতেই। ফরিদ উদ্দিনের কাছ থেকে বন্দুক ছাড়াও নগদ ১ লাখ ৫ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ কে এম ফরিদ উদ্দিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে ঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ প্রথম আলোকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে থানায় মামলা হয়েছে।