১ লাখ ২০ হাজার টাকার চেক দিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ধামাচাপা, টাকা না পাওয়ায় প্রকাশ
Published: 11th, August 2025 GMT
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ ধামাচাপা দিতে ১ লাখ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছিল। তবে তিন দিনেও সেই টাকা ভুক্তভোগীর পরিবারের হাতে না পৌঁছায় ঘটনাটি প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত ব্যক্তি চেক উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে এক শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়া শেষে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নির্জন স্থানে পৌঁছালে উপজেলার একটি এলাকায় গুলজার হোসেন (৪৮) নামের এক ব্যক্তি শিশুটিকে কোলে তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন গুলজার পালিয়ে যান।
সেদিন রাতেই স্থানীয় আশরাফ সরদার নামে এক বিএনপি নেতার নেতৃত্বে কিছু লোক ঘটনাটি নিয়ে সালিস বসান। আশরাফ সরদার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। সালিসে গুলজারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি ওই সমপরিমাণ টাকার একটি চেক আশরাফ সরদারের হাতে দেন। চেকটি বিএনপি নেতা নুর মোহাম্মদের কাছে জমা রাখা হয়। এতে ঘটনাটি পুলিশের নজরে আসেনি। তবে তিন দিনেও ভুক্তভোগীর পরিবার চেক বা টাকা না পেয়ে বিষয়টি প্রকাশ্যে আনে।
শিশুটির মা প্রথম আলোকে বলেন, ঘটনার পর তাঁরা বিচারের জন্য থানায় যেতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় বিএনপি নেতারা ঘটনাটি থানা-পুলিশকে জানাতে দেননি। রাতে সালিসে বসে গুলজার হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকার সমপরিমাণ একটা ব্যাংক চেক আশরাফ সরদারকে দেন। তিনি চেকটি বিএনপি নেতা নুর মোহাম্মদের কাছে জমা রাখেন। কিন্তু তিন দিনেও তাঁরা ওই চেক বা চেকের টাকা শিশুটির বাবা-মাকে দেননি।
আশরাফ সরদার বলেন, ‘স্থানীয় লোকজনের কথা মেনে আমরা বিষয়টি মীমাংসা করে দিয়েছি। তবে এটা নিয়ে জটিলতা আছে জানলে সালিস করতাম না।’ চেক বা টাকা ভুক্তভোগীর পরিবারকে না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘চেক যাদের পাওয়ার কথা, তাদের কাছেই দেওয়া হয়েছে।’
ধর্ষণচেষ্টার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন গুলজার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, মেয়েটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কাদায় পড়ে গিয়েছিল। তাকে ওঠাতে গেলে সে ভয়ে চিৎকার দেয়। তখন লোকজন সন্দেহ করে তাঁর ওপর মিথ্যা অভিযোগ করেছে। তাই নিরুপায় হয়ে তিনি সালিসে নেতাদের হাতে চেক তুলে দিয়েছেন। পরে তিনি ওই চেক উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বলেন, ‘ধর্ষণচেষ্টার কথা আমরা অনেক পরে শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। গুলজার হোসেন নামের এক ব্যক্তি এ ঘটনায় চেক উদ্ধারের ব্যাপারেও লিখিত অভিযোগ করেছেন। আমরা ঘটনাটি তদন্তে মাঠে নেমেছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১ ল খ ২০ হ জ র ট ক পর ব র ব এনপ ঘটন ট
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ