কল্পবিদ্রুপ

কফিনের বিছানায় শোয়ার সাধ ছিল বরাবর।

করতলে আঁকা হয় যতবার পরাজয়ের মানচিত্র...

ততবারই জেগে ওঠে ঘুমন্ত চরাচর।

তাই তো...

কুয়াশাগুলো বড্ড চেনা-অচেনা লাগে।

ধোঁয়ায় ধোঁয়ায় চাঁদকে ধোয়া-আধোয়া লাগে।

আমিও তো শীত। আগুনে সেঁকা হাত।

খারাপ না, ভালোই তো লাগে।

প্রবোধের বারান্দায়

কী একটা কথা বলতে গিয়ে থেমে গেল সে।

তাকে বললেম, ‘ওকে চুমু খাও?’

উত্তর দিলে না।

একটু থেমে বললাম, ‘আদর করো?’

এবার বললে, ‘ওটুকুতে তোমার এক কানাও ভরবে না।’

শেষে বললাম,

‘ও বুঝি খুব দামি? মার্বেল পাথরের মতো? তাই দেখিয়ে বেড়াও?’

সে বললে, ‘তুমি প্রত্নতত্ত্ব। হাজার বছরের খনি। তোমায় সিন্দুকে তুলে লুকিয়ে রাখি।’

শেষে বললাম, ‘ওর স্বাদ খুব মিষ্টি, তাই না?’

সে বললে, ‘তুমি প্রাচীন কাঠামো। সোঁদা ইটের ঘ্রাণ। বোতলে ভরা যায় না।’

দ্বিতীয় নারী অথবা তৃতীয় মানুষ

রাইত হইলেই তোমার লিগা হাপুসহুপুস করে

অন্তর.

..

দিন ফুরাইলে তোমারে খালি গাপুসগুপুস চায়

তোমার লিগা দুইটা চক্ষু ঘুমের বাড়িত যায়

বিহানবেলা নজর খালি তোমার পানেই ধায়।

নিদ ভাইঙ্গা আইবা তুমি আমার শয্যা ’পরে

সেই পন্তক জানটা আমার ছটরফটর করে।

রাইত হইলেই তোমার খোঁজে উজাড় হয়া কান্দে!

গতর...

আন্ধার হইলেই তোমায় ভাইবা খিদায় মইরা যায়

দিনদুফোরে আইসা তুমি সোহাগ করো যতই

রাইতের বিছান উপবাসে তড়পায় খালি ততই

চাষাবাদে ভরাও যতই আমার দেহজমিন

ঘুমের ঘোরে অনাবাদে ধুলা উইড়া যায়

বেলা বাড়লেই পাও দুইখান পলাই পলাই করে

তোমার...

সারা শরীর কোন হাজতে শিকল পরতে যায়

আমারে থুইয়া কোন উজানে নৌকা বাইতে যায়?

আমার উদাম জলে ডুব দিয়া তুমি গামছা বিছরাও

সোহাগের রস দিল-দেহ থিকা মুইচ্ছা ফালাও।

তুমি টুকপলান্তি খেলো, আমার পরান ফাইটা যায়,

আমার গতরটা তড়পায়

আমার জানটা মইরা যায়

তুমি কোন বিছানে পাশ ফিরা শোও

আমার হৃদয় জানতে চায়।

দিন ফুরাইলে তোমার লিগা হাপুসহুপুস করে।

অন্তর...

রাইত হইলেই তোমারে খালি গাপুসগুপুস চায়।

দুঃখ ভুলে গেলে

দুঃখ কি ভোলা যায়?

দুঃখ কি হয় কখনো রোজকার ডাইনিং টেবিল?

দুঃখ ভুলে গেলে কি গলার ভেতর আটকে থাকে সুখ?

দুঃখ ভুলে গেলে ডুকরে ওঠে কি বুকের উষ্ণ বাতাস?

দুঃখ ভুলে গেলে কষ্টরা হাসে না।

দুঃখ ভুলে গেলে নষ্টরা ভালোবাসে না।

দুঃখ ভোলা গেলে ভালোবাসা যায় না।

তেড়ে ওঠে না রোষ,

কেঁপে ওঠে না হুঁশ।

দুঃখ ভুলে গেলে জমাট বাঁধে না রক্ত চোখের কোণে।

দুঃখ ভুলে গেলে ভোরের বাতাসে ঘুমাতে যায় কি রাতের শিশির

যেমন করে রাস্তা পার হয় একাকী অনাথ কুকুর

দুঃখ ভুলে গেলে আসে কি চোখে সুখনিদ্রা?

যেমন করে ব্লেন্ডারে মিশে তৈরি হয় মৌসুমি জুস।

দুঃখ ভুলে গেলে আর ভাত খাওয়া যায় না।

দুঃখ ভুলে গেলে আর কবিতা লেখা যায় না।

দুঃখ ভুলে গেলে আর দুঃখ পাওয়া যায় না।

দুঃখ ভুলে গেলে আর তোমার কাছে আসা যায় না।

শামুক উবাচ

অথচ সেই নীলচে শামুক পাড়ি দিতে চেয়েছিল হলদে ঢালের পাহাড়,

জেব্রা ক্রসিংয়ের লালচে ব্যারিকেডে বাসনা ছিল না কোনো বাসর গড়ার।

যদিও তুমি মগ্ন ছিলে চিলেকোঠার বাগানঘরে,

আমি তখন নূপুরবাড়ি, পিচের ছাদে মহুয়া ঝড়ে।

দাহকালের গহনবেলায় সন্ধ্যে নামার মোহ,

শামুকের তখন উষ্ণ সময়, ভেজা নষ্ট দেহ।

তারপর তুমি রক্ত ছুঁলে। পাতালজুড়ে নামল দ্রোহের নেশা,

তুলসীতলায় টুকরো শরীর;

পার্বতী নয়, মহাদেবের বিষের লালা মেশা।

আজকে যদি নহরমাঝে লাশের গন্ধ ভাসে,

আর শামুকসমাজ প্রতিবাদে ইথারপাতায় ভাসে,

তুমি, তোমরা ঈষৎভোরে নগ্ন হয়ে সঙ্গ দেবে গোধূলির সব ধুলায়,

আমি কেবল ফেনার প্রাসাদ সজ্জাকর্মে ব্যস্ত ভীষণ, জল দিচ্ছি চুলায়।

এই যে তুমি শামুক মাড়াও, খোলস ভেঙে ছিন্নভিন্ন নার্সিসিজমঘাতক,

অথচ দেখো, আমিই কেবল পানের আশায় নর্দমাখোর চাতক।

কিন্তু শামুক বিদ্যা খোঁজে, হন্তাপন্থা জানে না, তাও শিখরপানে চায়,

চন্দ্রাহত ভোগের বাসনা চিতার পরেও,

হায়, বলো হায়, কে না চায়!

কে না চায়?

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হইল ই ত বলল ম

এছাড়াও পড়ুন:

পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিন শুক্রবার (৩ অক্টোবর) পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন পর্যটকদের সরব উপস্থিতি। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। তাদের অনেকে সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে এবং ওয়াটর বাইকে চড়ে আনন্দ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের কেউ কেউ মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছিলেন। সব মিলিয়ে সৈকতের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। 

আরো পড়ুন:

চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন

১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা

পাবনা থেকে আসা হোসেন শহীদ ও সোনিয়া দম্পতি জানান, পূজা ও সরকারি ছুটি থাকায় তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা। এই দম্পতির অভিযোগ, হোটেল ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।  

বরিশালের কাউনিয়া থেকে আসা সম্রাট বলেন, “কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। বৃহস্পিতবার বিকেলে বৃষ্টির মধ্যে লাল কাকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন ঘুরেছি। দারুন এক অনুভূতি হয়েছে।”

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ