যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অপরাধ দমনে সামরিক ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ সিদ্ধান্ত নেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওয়াশিংটন শহরের পুলিশকে তিনি ফেডারেল সরকারের অধীনে আনবেন। একই সঙ্গে রাজধানী শহরটিতে ন্যাশনাল গার্ড সদস্যদের পাঠাবেন।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাজনীতিকদের অভিযোগ, ওয়াশিংটন অপরাধে জর্জরিত হয়ে পড়েছে। শহরটি গৃহহীন মানুষের চাপে বিপর্যস্ত। একই সঙ্গে অর্থনৈতিকভাবে অব্যবস্থাপনায় ধুঁকছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি ওয়াশিংটন ডিসি স্বাধীনতা দিবস। আমরা আমাদের রাজধানীকে ফিরিয়ে আনতে যাচ্ছি।’ ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, সাত লাখ বাসিন্দার ওয়াশিংটন শহরে ন্যাশনাল গার্ডের ৮০০ সদস্য মোতায়েন করা হবে। প্রয়োজন পড়লে এই সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প যখন হোয়াইট হাউসে কথা বলছিলেন, তখন ভবনটির বাইরে জড়ো হয়েছিলেন বেশ কয়েক ডজন মানুষ। তাঁদের একজন ৬২ বছর বয়সী এলিজাবেথ ক্রিচলে। তিনি বলেন, ‘এখানে ন্যাশনাল গার্ডের একেবারেই প্রয়োজন নেই। এসব লোকদেখানো। নাটকের বড় মঞ্চ তৈরি করা হয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুদ্ধবিধ্বস্ত সীমান্ত শহরে ভূগর্ভস্থ কবিতা উৎসব

রাশিয়ান সীমান্তের খুবই কাছে পূর্ব ইউক্রেনের বৃহত্তম শহর খারকিভের অবস্থান। শহরটি তাই সহজ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবু নিজস্ব সাংস্কৃতিক জীবন যাপন বজায় রাখতে দৃঢ় সংকল্প রয়েছে এখানকার অধিবাসীদের। কদিন আগে আয়োজিত একটি কবিতা উৎসব খারকিভের মানুষের মানসিক দৃঢ়তা আর সৃজনশীলতারই প্রমাণ হাজির করে। 

রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ১৮ মাইল দূরে অবস্থিত খারকিভ শহরটি এখন ভাঙা-পোড়ার এক বিরোধপূর্ণ মিশ্রণে প্রায় পরিত্যক্ত। ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষার জন্য শহরের ভাস্কর্যগুলো বালুর বস্তায় মুড়িয়ে রাখা হয়েছে। পার্কে ফুলের বাগানগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। স্ট্রিট লাইফ একটি ইউরোপীয় দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর থেকে যতটা আশা করা যায়, তার চেয়ে কয়েক গুণ শান্ত। তবু বইয়ের দোকান, কফিশপ আর রেস্তোরাঁগুলো খোলা আছে!

খারকিভ শহরটি এখন ভাঙা-পোড়ার এক বিরোধপূর্ণ মিশ্রণে প্রায় পরিত্যক্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জামনগরে মুকেশ আম্বানির ছেলের বিয়েই কি সর্বনাশ করল ভারতের
  • যুদ্ধবিধ্বস্ত সীমান্ত শহরে ভূগর্ভস্থ কবিতা উৎসব
  • স্পেনের এক শহরের ক্রীড়া সেন্টারে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা, লক্ষ্য কি মুসলিমরা