চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান পরিচালনার সময় আবু সাইদ রানা নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। 

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে তার ওপর হামলা হয়। এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, পুলিশ সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করছে। আহত পুলিশ কর্মকর্তা আবু সাঈদ রানা বন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

আরো পড়ুন:

শিবচরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওপর হামলা, আহত ২৫

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল রাতে হঠাৎ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এসময় উপ-পরিদর্শক রানাকে কুপিয়ে আহত করা হয়।

আহত পুলিশ সদস্যকে প্রথমে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, অভিযানে থাকা অবস্থায় এ হামলা হয়েছে। এসআই আবু সাইদ রানা গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে। ১৮ জনকে আটক করা হয়েছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত আটক

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১৫

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (১০ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে মারাত্মক আহত কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার, রিনা বেগমকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার সাহা জানান, জমিজমা নিয়ে পশ্চিম বাহাড়া গ্রামের আক্কাস সরদারের সাথে একই গ্রামের সহিদ সরদারের শত্রুতা চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদারের এক বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেয়। বাঁধা দিলে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদার ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে মারাত্মক আহতাবস্থায় ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/বাদল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে এসআইকে ছুরিকাঘাত করে পালাল আসামি, আটক ১৬
  • সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিন
  • গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১৫
  • সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা