খাদ্য অধিদপ্তরের ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদের মধ্যে প্রথম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৪ ক্যাটাগরির ৪০৯ শূন্যপদের এ পরীক্ষা গত শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। এ লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ে ১৭০০০ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি চাকরিবিধি চূড়ান্ত হওয়ার পরপরই৪ ঘণ্টা আগে

১৪ ক্যাটাগরির এসব পদ হলো মিলরাইট, সহকারী ফোরম্যান, স্টেভেডর সরদার, সহকারী মিলরাইট, সহকারী অপারেটর, মেকানিক্যাল ফোরম্যান, ল্যাবরেটরি সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মিল অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান, অপারেটর, সাইলো অপারেটিভ, ইলেকট্রিশিয়ান, ভেহিক্যাল মেকানিক। এসব পদের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে যথাসময়ে জানানো হবে বলে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুনচীনের বিশ্ববিদ্যালয়গুলো কি আসলেই বিশ্বের সেরা৪ ঘণ্টা আগে

মিলরাইট পদে ৬ জন, সহকারী ফোরম্যান পদে ৭ জন, স্টেভেডর সরদার পদে ২ জন, সহকারী মিলরাইট পদে ৩ জন, সহকারী অপারেটর পদে ৫ জন, মেকানিক্যাল ফোরম্যান পদে ৮ জন, ল্যাবরেটরি সহকারী পদে ১০ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৩৬ জন, মিল অপারেটিভ পদে ২০ জন, ইলেকট্রিক্যাল ফোরম্যান পদে ১৭ জন, অপারেটর পদে ৯২ জন, সাইলো অপারেটিভ পদে ৩৫ জন, ইলেকট্রিশিয়ান পদে ৫৩ জন প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষা জন্য নির্বাচিত হয়েছেন। ভেহিক্যাল মেকানিক পদে কোনো প্রার্থী উত্তীর্ণ হননি।

১৪ ক্যাটাগরির ফলাফল দেখুন এখানে—

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪১০ আগস্ট ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র র ফল ফল সহক র

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ