খাদ্য অধিদপ্তরের ১৪ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
Published: 12th, August 2025 GMT
খাদ্য অধিদপ্তরের ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদের মধ্যে প্রথম ধাপের ১৪ ক্যাটাগরির কারিগরি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৪ ক্যাটাগরির ৪০৯ শূন্যপদের এ পরীক্ষা গত শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। এ লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ে ১৭০০০ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি চাকরিবিধি চূড়ান্ত হওয়ার পরপরই৪ ঘণ্টা আগে১৪ ক্যাটাগরির এসব পদ হলো মিলরাইট, সহকারী ফোরম্যান, স্টেভেডর সরদার, সহকারী মিলরাইট, সহকারী অপারেটর, মেকানিক্যাল ফোরম্যান, ল্যাবরেটরি সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মিল অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান, অপারেটর, সাইলো অপারেটিভ, ইলেকট্রিশিয়ান, ভেহিক্যাল মেকানিক। এসব পদের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে যথাসময়ে জানানো হবে বলে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুনচীনের বিশ্ববিদ্যালয়গুলো কি আসলেই বিশ্বের সেরা৪ ঘণ্টা আগেমিলরাইট পদে ৬ জন, সহকারী ফোরম্যান পদে ৭ জন, স্টেভেডর সরদার পদে ২ জন, সহকারী মিলরাইট পদে ৩ জন, সহকারী অপারেটর পদে ৫ জন, মেকানিক্যাল ফোরম্যান পদে ৮ জন, ল্যাবরেটরি সহকারী পদে ১০ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৩৬ জন, মিল অপারেটিভ পদে ২০ জন, ইলেকট্রিক্যাল ফোরম্যান পদে ১৭ জন, অপারেটর পদে ৯২ জন, সাইলো অপারেটিভ পদে ৩৫ জন, ইলেকট্রিশিয়ান পদে ৫৩ জন প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষা জন্য নির্বাচিত হয়েছেন। ভেহিক্যাল মেকানিক পদে কোনো প্রার্থী উত্তীর্ণ হননি।
১৪ ক্যাটাগরির ফলাফল দেখুন এখানে—
আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪১০ আগস্ট ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র র ফল ফল সহক র
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে থানা চত্বর থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুরের রাজৈর থানা চত্বর থেকে মাদক মামলার আসামি অনিমেষ ওরফে গণি গাইন (৩২) পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটকেলবাড়ী গ্রামের আত্মীয় অসিত রায়ের বাড়ি থেকে অনিমেষকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল দুপুর ১২টার দিকে আসামি অনিমেষকে রাজৈর থানা চত্বর থেকে আদালতে হাজির করতে পুলিশের গাড়িতে ওঠানোর সময় পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে তিনি পালিয়ে যান। তিনি উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র গাইনের ছেলে
থানা-পুলিশ সূত্র জানায়, রোববার রাতে অভিযানে চালিয়ে অনিমেষ গাইনসহ মোট চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে গাঁজা ও ইয়াবা পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে রাজৈর থানা-পুলিশ। পরে গতকাল দুপুর ১২টার দিকে আসামিদের মাদারীপুর আদালতে নেওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় কৌশলে হাতকড়ার ভেতর থেকে হাত বের করে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় অনিমেষ। এ ঘটনায় আহসান হাবিব ও সাদ্দাম হোসেন নামে রাজৈর থানার দুই পুলিশ সদস্যকে গতকাল সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পুলিশকে ধাক্কা দিয়ে কৌশলে পালিয়ে যাওয়া আসামিকে অভিযান চালিয়ে গতকাল রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি পালিয়ে গোপালগঞ্জ জেলায় তাঁর ভায়রার বাড়িতে আত্মগোপনে ছিল। আজ সকালে আসামি অনিমেষ গাইনকে আদালতে পাঠানো হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।