শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের কমিটি গঠন
Published: 12th, August 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা ও শেরপুর পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শেরপুর সদর উপজেলা ছাত্রদলের নয়া কমিটিতে সভাপতি হয়েছেন হুমায়ুন কবির ইমরান ও সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আলম রাসেল।
এছাড়া শেরপুর পৌরসভা ছাত্রদলের নয়া কমিটির সভাপতি হয়েছেন সাকিবুল হাসান তারা এবং সম্পাদক হয়েছেন রাকিব হাসান। সোমবার (১১ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় সংসদ।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো.
এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি হুমায়ুন কবির ইমরান বলেন, “যেদিন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকেই ছাত্রদলের সাথে লেগে আছি। স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছি কিন্তু কোথাও আপোষ করিনি। আমার সংগঠনের প্রতি ত্যাগের বিনিময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের জন্য কাজ করব।”
পৌরসভা ছাত্রদলের নয়া সভাপতি সাকিবুল হাসান তারা বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে পৌর ছাত্রদলের কল্যাণে কাজ করব। সংগঠনের গতিশীলতা বাড়াতে আজ সকাল থেকেই কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, “দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছেন, দলের বিপদে আপদে সম্মুখ সমরে ছিলেন- দল তাদেরকে মূল্যায়ন করেছে। কেন্দ্র ঘোষিত কমিটি অত্যন্ত ভালো হয়েছে। এছাড়াও কেন্দ্র যাদের যোগ্য স্থানে রাখার প্রয়োজন মনে করেছেন, তাদেরকেই রেখেছেন।”
ঢাকা/তারিকুল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত রদল র ন ছ ত রদল র গঠন র
এছাড়াও পড়ুন:
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।
তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে।
আরো পড়ুন:
কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি
চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি
টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।”
অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।”
চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।
ঢাকা/শান্ত