এবি পার্টিতে যোগ দেওয়ায় জামায়াত নেতা বহিষ্কার
Published: 12th, August 2025 GMT
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) রাতে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, এবি পার্টিতে যোগ দেওয়ার পর সোমবার রাতেই জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মাওলানা মো.
জামায়াত ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোমবার এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেছেন, অন্য দলে যোগ দেওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. আবদুল্লাহ বাদশাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মো. আবদুল্লাহ বাদশা বলেছেন, “আমি এবি পার্টিতে যোগ দিয়েছি। দল (এবি পার্টি) আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রার্থী ঘোষণা করেছে। যেহেতু, আমি এবি পার্টির প্রার্থী, সেক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করতেই পারে।”
ঢাকা/তারিকুল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ ল ল হ ব দশ হ ষ ক র কর ইসল ম র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।