এবি পার্টিতে যোগ দেওয়ায় জামায়াত নেতা বহিষ্কার
Published: 12th, August 2025 GMT
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) রাতে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, এবি পার্টিতে যোগ দেওয়ার পর সোমবার রাতেই জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মাওলানা মো.
জামায়াত ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোমবার এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেছেন, অন্য দলে যোগ দেওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. আবদুল্লাহ বাদশাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মো. আবদুল্লাহ বাদশা বলেছেন, “আমি এবি পার্টিতে যোগ দিয়েছি। দল (এবি পার্টি) আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রার্থী ঘোষণা করেছে। যেহেতু, আমি এবি পার্টির প্রার্থী, সেক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করতেই পারে।”
ঢাকা/তারিকুল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ ল ল হ ব দশ হ ষ ক র কর ইসল ম র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুটি জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দুটি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৭৬ দশমিক ৬৯ মিলিয়ন বা ৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে।
সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয় আজ।
এই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসম আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ) (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর বিআর ডব্লিউটিপি-ডব্লিউ২-০১, বিআর ডব্লিউটিপি-ডব্লিউ৩-০১ অ্যান্ড বিআর ডব্লিউটিপি-ডব্লিউ১-০২–এর অবশিষ্ট কাজ বাস্তবায়নে সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।