বাংলাদেশ জুনিয়র নারী ফুটবল দল লিখলো নতুন ইতিহাস। সিনিয়রদের পথ অনুসরণ করে এবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অনূর্ধ্ব–২০ দলও। লাওসে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত লড়াই করে তিন ম্যাচে দুটি জয় ও ছয় পয়েন্ট নিয়ে সেরা তিন রানার্স–আপের একটি হয়ে আসন নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যারা।

‘এইচ’ গ্রুপে ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পূর্ব তিমুর ও স্বাগতিক লাওস। লাওস ও তিমুর লেস্তেকে হারিয়ে দুর্দান্ত শুরু করে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে খেই হারায়। হেরে যায় ৬-১ ব্যবধানে। তাতে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে শেষ করে বাংলাদেশ। শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও রানার্স–আপ দলগুলোর মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও পারফরম্যান্সে এগিয়ে থেকে নিশ্চিত হয় এশিয়ান কাপে খেলার স্বপ্ন।

গতকাল সোমবার গভীর রাতে লাওস থেকে দেশে ফেরে এই স্বপ্ন–বিজয়ীরা। বিমানবন্দরে ফুটবল ফেডারেশন কর্মকর্তারা তাদের ফুলের শুভেচ্ছা জানান।

আরো পড়ুন:

দুই মাঠ, এক ম্যাচ: বৃষ্টিভেজা নাটকে ভুটানকে হারাল বাংলাদেশ

ঢাকায় ফিরেই চমকপ্রদ সংবর্ধনা পেলো ইতিহাসগড়া নারী ফুটবল দল

২০২৬ সালের এপ্রিলেই থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপের আসর। সেখানে লাল–সবুজের মেয়েরা প্রথমবারের মতো খেলতে নামবে মহাদেশের সেরাদের সঙ্গে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ