ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ ওঠায় এবং শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভোটার তালিকা ও প্রার্থীতা—দুটো থেকেই তাকে বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সলিমুল্লাহ মুসলিম হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার জাওয়াদ ইবনে ফরিদ জুলিয়াস সিজারের নাম ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ দিতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড.

মোহাম্মদ জসীম উদ্দিন কাছে চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদের কাছেও দেওয়া হয়েছে।

চিফ রিটার্নিং অফিসার ও প্রক্টরের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনার অবগতির জানানো যাচ্ছে যে, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন শিক্ষার্থী নির্যাতনের সুনিদিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় ডাকসু ভোটার তালিকা থেকে ওই শিক্ষার্থীর নাম বাদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

চিঠির বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, তিনি হল সংসদ নির্বাচনের রিটার্ন কর্মকর্তার থেকে চিঠি পেয়েছেন। সিজারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ হলে নির্বাচন কমিশনারগণ মিটিংয়ে মাধ্যমে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং আধা ঘণ্টা পরই জমা দেন সিজার। এটা ছিল ওই পদে জমা দেওয়া প্রথম মনোনয়ন।

বিষয়টি জানাজানি হওয়ার পরই শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে তারা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে ‘ছাত্রলীগ ও সন্ত্রাসমুক্ত’ ভোটার তালিকা প্রকাশের দাবি জানান।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ডিম সিজারের মনোনয়ন, বাতিল করো করতে হবে’, ‘সন্ত্রাসী লীগারের মনোনয়ন, বাতিল করো করতে হবে’, ‘সফট লীগারের মনোনয়ন, বাতিল করো করতে হবে’, ‘ছি ছি, ভিসি’, ‘সন্ত্রাসী সিজারের মনোনয়ন, মানি না মানবো না’, ‘গুপ্ত লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সফট লীগার মনোনয়ন নেয়, প্রশসন কী করে ‘ ইত্যাদি স্লোগান দেন। 

শিক্ষার্থীরা আগামীকাল দুপুর ১২টার মধ্যে সিজারের ভোটার ও প্রার্থীতা বাতিলের আল্টিমেটাম দেন। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

তবে বেঁধে দেওয়া সময়ের শুরুতেই নির্বাচন কমিশন জুলিয়াস সিজারের ভোটার তালিকা ও প্রার্থীতা বাতিলের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র মন ন অফ স র র র মন

এছাড়াও পড়ুন:

জাকসু তফসিল ঘোষণা, আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন। জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

নির্বাচনী তফসিল অনুযায়ী, ১০ আগস্ট ২০২৫ খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

আরো পড়ুন:

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, যান চলাচল শুরু 

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকেল ৪টায়।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকেল ৪টায়।

তফসিলে আরো বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

সবকিছু শেষে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। পরে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ডাকসুতে প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ছাত্রীসহ ৭ জন
  • ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই ফরম নিলেন ৭ জন
  • ডাকসু নির্বাচনে বাম জোটের শীর্ষ ৩ পদে নেই নারী প্রার্থী
  • ডাকসুর ভোটে ভোটার সংখ্যা জানিয়ে তালিকা প্রকাশ
  • ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু
  • ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু আগামীকাল
  • ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে ভিপি-জিএস প্রার্থী চূড়ান্ত 
  • গকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২৫ সেপ্টেম্বর
  • জাকসু তফসিল ঘোষণা, আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন