আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) আসনে আলোচনায় রয়েছে বিএনপির হেভিওয়েট পাঁচ নেতা। তাদের বিপক্ষে প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। প্রথমবারের মতো এই আসনে চমক দেখাতে চায় দলটি। 

গাজীপুর-১ আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ হতে ১৮ নং ওয়ার্ড নিয়ে গঠিত। শিল্প-কারখানা ও কৃষির সংমিশ্রণে গঠিত এই আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৫১৫ জন এবং নারী ভোটার ৩ লাখ ৪৬ হাজার ৩৩৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। তবে সম্প্রতি নির্বাচন কমিশন এই আসনের সীমানা সিটি করপোরেশন থেকে ৬ ওয়ার্ড কমিয়ে ১ নম্বর ওয়ার্ড থেকে ১২ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করেছে।

এই আসনে বিএনপি থেকে ভোটের মাঠে আলোচনায় রয়েছে হেভিওয়েট পাঁচ জন নেতা। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবীর খান ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। 

অপরদিকে জামায়াতে ইসলামী এরইমধ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের দলীয় নেতা নির্বাচন করে ফেলেছেন। তারা সাবেক সচিব শাহ আলম বকশীকে গাজীপুর-১ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি মাঠে কাজও শুরু করেছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর-১ আসনে বিএনপি এবং জামায়াতের ভোটব্যাংক থাকলেও দল দুটি থেকে কেউ কখনো জয়লাভ করতে পারেনি। তবে বিএনপি থেকে পৌর মেয়র, ভাইসচেয়ারম্যান পদে জয়লাভ করেছে। জামায়াত থেকে হয়েছিল ভাইস চেয়ারম্যান। 

তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এরমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। অনেকেই গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছে। ভোটের রাজনীতির কারণে গোপনে অনেকেই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানা গেছে। এই আসনে স্বাধীনতার পরে আওয়ামী লীগ ছাড়া কেউ ক্ষমতা পায়নি। ফলে তাদের ভোট ফলাফলে ভূমিকা রাখবে।

এদিকে ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গাজীপুরে প্রকাশ্যে সংগঠনের কর্মকাণ্ড চালাতে পারেনি জামায়াত। রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বিঘ্নে দলীয় কর্মসূচি পালন করতে পেরে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। দলটি তৃণমূলে সভা-সমাবেশ করছে। নেতারা ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনে যোগ দিয়ে জনগণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে কাজ করছেন। এবার আসনটিতে চমক দেখাতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে দলটির উচ্চপর্যায় থেকে মাঠপর্যায়ের কর্মীরা। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ আসনের প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী বলেন, “নির্বাচনে ভোটার হচ্ছে প্রাণ। আমাদের নেতাকর্মী ও আমি ভোটারদের কাছে যাচ্ছি। তাদের সুখ-দুঃখের অনুভূতি বোঝার চেষ্টা করছি। আমরা দোয়া ও ভোট চাচ্ছি তাদের কাছে। খুব ভালো সাড়া পাচ্ছি ভোটারদের।”

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই আসনে হেভিওয়েট নেতা ছিল চার জন। তবে বাবার রাজনৈতিক সূত্র ধরে হঠাৎই আলোচনায় চলে এসেছে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এরইমধ্যে তিনি জেলা বিএনপির সদস্য সচিব পদ পেয়েছেন। এরপর থেকেই সংসদ সদস্য পদে তার মনোনয়ন নিয়ে গুঞ্জন উঠেছে। 

তবে কালিয়াকৈরে বিএনপির বিভিন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। এরইমধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও মিছিল মিটিং করতে দেখা গেছে। যা ভোটের রাজনীতিতে প্রভাব পড়বে বলে মনে করছেন তৃণমূল ভোটারেরা। এছাড়া বিএনপির এই দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারে বিপক্ষ দলের প্রার্থীরা। 

চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “সামনে নির্বাচন, আমরা দলের জন্য কাজ করে যাচ্ছি। দল যাকে নমিনেশন দেবে আমরা তার হয়ে কাজ করব। আমরা এখন ভোটারদের কাছে যাচ্ছি, পাশাপাশি দলীয় প্রধানের নির্দেশে আমাদের ৩১ দফা বাস্তবায়নের জন্যেও কাজ করছি।”

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বলেন, “তৃণমূল জনগণ আমাদের শক্তি। আমরা দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি বছরের পর বছর ধরে তৃণমূলের সঙ্গে কাজ করছি। জেল-জুলুম সহ্য করেছি কিন্তু তৃণমূলকে কখনো ছেড়ে যাইনি। সামনে নির্বাচন, অনেক প্রার্থী থাকবে। বিভিন্ন কারণে ছোটখাটো অন্তঃকোন্দল থাকবে। সব ছাপিয়ে দল সবার আগে। আমাদের নেতা তারেক রহমানের কাছে সবার তথ্য রয়েছে। দল যাকে নির্বাচন করবে আমরা সবাই তার হয়ে দলের স্বার্থে কাজ করব।”

ঢাকা/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র র জন ত ক জ কর আম দ র কম ট র সদস য আলম ব

এছাড়াও পড়ুন:

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। 

তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি

টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।” 

অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।” 

চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ