ভারতের নাগরিক হওয়ার আগেই সত্যি কি সোনিয়া ভোটার হয়েছিলেন
Published: 13th, August 2025 GMT
ভারতের নির্বাচন কমিশনকে (ইসি) এবার কাঠগড়ায় তুলল বিজেপি। এই সাংবিধানিক সংস্থার ‘অপদার্থতার প্রমাণ’ হিসেবে তারা দাখিল করল ১৯৮০ সালের ভোটার তালিকার এক অংশ, যেখানে সোনিয়া গান্ধীর নাম রয়েছে। বিজেপির অভিযোগ, আইনত ভারতের নাগরিক হওয়ার আগেই সোনিয়া গান্ধীর নাম দেশের ভোটার তালিকায় উঠে গিয়েছিল।
বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য ‘এক্স’ হ্যান্ডলে ভোটার তালিকার ওই ছবি দিয়ে বলেন, ৪৫ বছর আগে নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে সোনিয়া ভোটার হয়েছিলেন। অথচ তখন তিনি দেশের নাগরিকই হননি।
নির্বাচন কমিশনের ‘অকর্মণ্যতা’ ও বিজেপির হয়ে ভোটার তালিকা তৈরির মাধ্যমে ‘ভোট চুরি’র যে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনেছেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ যা নিয়ে সরব, তা থেকে চোখ ঘোরাতে বিজেপি আজ বুধবার সোনিয়ার ভোটার হওয়ার প্রসঙ্গটি তুলে ধরে।
অমিত মালব্যের পোস্টের পর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সংবাদ সম্মেলন করে কংগ্রেস–ইসি আঁতাতের অভিযোগ তোলেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ভোটার করিয়ে কংগ্রেস ও অন্য বিরোধীরা বরাবর নির্বাচন জিতে এসেছে। উত্তর প্রদেশের রায়বেরিলিতে রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও উত্তর প্রদেশের কনৌজে অখিলেশ যাদবের আসনে ভোটার তালিকায় নানাবিধ কারচুপির উল্লেখও করেন অনুরাগ ঠাকুর।
সোনিয়ার ভোটার হওয়ার যে ‘প্রমাণ’ অমিত মালব্য তুলে ধরেছেন, তাতে দেখা যাচ্ছে, ১৯৮০ সালের ভোটার তালিকায় নিউ দিল্লি লোকসভা আসনের সফদরজং রোড এলাকার ১৪৫ নম্বর পোলিং স্টেশনে ৩৮৮ নম্বর ভোটারের নাম সোনিয়া গান্ধী।
‘এক্স’ হ্যান্ডলে দেওয়া ওই নথি অনুযায়ী, ৩৮৫ নম্বর ভোটারের নাম ইন্দিরা গান্ধী। বয়স ৬৪। পরের নামগুলো রাজীব গান্ধীর (৩৭), সঞ্জয় গান্ধী (৩৫), সোনিয়া গান্ধী (৩৫) এবং মানেকা গান্ধী (২৮)।
বিজেপির অভিযোগ, ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে হলেও ১৯৮০ সালে সোনিয়া ভারতের নাগরিক ছিলেন না। অথচ তাঁর নাম ভোটার তালিকায় তোলা হয়েছিল। ১৯৮২ সাল পর্যন্ত তাঁর নাম সেই তালিকায় ছিল। অথচ সোনিয়া নাগরিকত্ব লাভ করেন ১৯৮৩ সালে।
এই ‘তথ্য’ হাজির করে অমিত লিখেছেন, স্পষ্টতই এটি আইনের লঙ্ঘন। ভোটার হতে হলে নাগরিক হওয়া জরুরি। ১৯৮২ সালে বিতর্ক ও সমালোচনার পর সোনিয়ার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরের বছর ১৯৮৩ সালে ফের তাঁর নাম ভোটার তালিকায় তোলা হয়। সেখানেও অসংগতি ছিল বলে অমিতের দাবি।
অমিতের অভিযোগ, ১৯৮৩ সালের ১ জানুয়ারির আগে নাগরিক হওয়া ব্যক্তিদের নামই ভোটার তালিকায় ওঠার কথা। অথচ সোনিয়া নাগরিকত্ব পান সেই বছরের এপ্রিল মাসে।
রাহুল গান্ধী ‘অকর্মণ্যতা’ ও শাসক বিজেপির হয়ে ভোট চুরির অভিযোগে ইসিকে কাঠগড়ায় তুলেছেন। অমিত মালব্যও অভিযোগ করেছেন একসময়ের কংগ্রেস–ইসির যোগসাজশ নিয়ে। ফলে সমালোচনার হাত থেকে ইসি রেহাই পাচ্ছে না।
বিজেপির দাবির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। বিহারের কংগ্রেস নেতা তারিক আনোয়ার বলেন, সোনিয়া গান্ধী কোনো দিনই ভোটার তালিকায় তাঁর নাম তোলার অনুরোধ করেননি। নির্বাচন কমিশনের তৎকালীন কর্তারাই উদ্যোগী হয়ে তা করেছিলেন।
তারিক আনোয়ার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। সে সময় কমিশনের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল। অথচ আজ তা বিজেপির অংশ হয়ে উঠেছে। বিজেপির স্বার্থে ভোট চুরি করছে।
রাহুলের আনা অভিযোগগুলোর জবাব ইসি আজও দেয়নি। আজও তারা উদ্যোগী হয়ে অভিযোগের তদন্তের নির্দেশ দেয়নি। বরং রাহুলকে হলফনামা দিয়ে অভিযোগ দায়ের করতে বলছে। পাশাপাশি বিজেপি উঠেপড়ে লেগেছে এটা প্রমাণ করতে যে রাহুল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসির বিরুদ্ধে মিথ্যা প্রচার করে চলেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিন শুক্রবার (৩ অক্টোবর) পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন পর্যটকদের সরব উপস্থিতি। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। তাদের অনেকে সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে এবং ওয়াটর বাইকে চড়ে আনন্দ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের কেউ কেউ মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছিলেন। সব মিলিয়ে সৈকতের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন:
চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন
১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা
পাবনা থেকে আসা হোসেন শহীদ ও সোনিয়া দম্পতি জানান, পূজা ও সরকারি ছুটি থাকায় তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা। এই দম্পতির অভিযোগ, হোটেল ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।
বরিশালের কাউনিয়া থেকে আসা সম্রাট বলেন, “কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। বৃহস্পিতবার বিকেলে বৃষ্টির মধ্যে লাল কাকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন ঘুরেছি। দারুন এক অনুভূতি হয়েছে।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।”
ঢাকা/ইমরান/মাসুদ