অস্ট্রেলিয়ার ডারউইনে জমজমাট আয়োজনে পর্দা উঠল টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ-২০২৫ এর। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ ‘এ’ দলকে চরম পরীক্ষার মুখে ঠেলে দিলো পাকিস্তান শাহীনস। ব্যাট হাতে ঝড় তুলে ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে বিশাল ২২৭ রান। অর্থাৎ জিততে হলে সোহানদের করতে হবে ২২৮ রান।

টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। শাহীনসের দুই ওপেনার খাজা নাফে ও ইয়াসির খান প্রথম ১০ ওভারে বোলারদের রীতিমতো বিপর্যস্ত করে ফেলেন। ইনিংসের ১২তম ওভারে অবশেষে রান আউটের মাধ্যমে নাফেকে ফিরিয়ে কিছুটা স্বস্তি পায় টাইগার শিবির। ততক্ষণে তার ব্যাটে ৩১ বলে আসে দাপুটে ৬১ রান। দলীয় রান তখন ১১৮।

পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার ইয়াসির খান, ৪০ বলে ৬২ রানের মারকাটারি ইনিংস খেলে। কিন্তু এই দুই ব্যাটারের পরও থামেনি পাকিস্তানের রানের উৎসব। তিনে নামা আবদুল সামাদ খেলেন বিধ্বংসী ইনিংস, মাত্র ২৩ বলে ফিফটি ছোঁয়া এই ব্যাটার সাইফ হাসানের এক ওভারেই হাঁকান চারটি ছক্কা, যা থেকে আসে ২৬ রান।

আরো পড়ুন:

বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন, পাত্রী কে?

সায়মন টাফেল আসছেন তো?

শেষদিকে সামাদের সঙ্গে তাল মিলিয়ে ইরফান খান খেলেন ছোট কিন্তু কার্যকর ক্যামিও, ১২ বলে করেন ২৫ রান। ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদের বলে বোল্ড হলেও তখন পাকিস্তানের সংগ্রহ ২০০ পেরিয়ে অনেক দূরে।

শেষ পর্যন্ত অপরাজিত থাকা আবদুল সামাদ ২৭ বলে ৫৬ রানে ইনিংস শেষ করেন। সব মিলিয়ে ২২৭ রানের বিশাল লক্ষ্য এখন তাড়া করার চ্যালেঞ্জে নামবে নুরুল হাসান সোহানের দল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।

ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ