তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে
Published: 15th, August 2025 GMT
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমেছে। আজ শুক্রবার সকাল ৯টায় লালমনিরহাটের দোয়ানীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ওই পয়েন্টে পানির স্তর ছিল ৫২ দশমিক ১৩ মিটার। গত বুধবার তা বেড়ে হয় ৫২ দশমিক ২২ মিটার ও গতকাল বৃহস্পতিবার ৫২ দশমিক ৩৩ মিটার। সেখানে পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।
নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরের ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় ১০ হাজার পরিবার। ডুবে যায় বিস্তীর্ণ এলাকার রোপা আমন চারা।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে পানি কমতে শুরু করেছে। আজও পানি কমার প্রবণতা অব্যাহত রয়েছে।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, পানি কমতে শুরু করায় যেসব বাড়িঘরে পানি উঠেছিল, সেখান থেকে নামতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ছয়টায় দোয়ানীতে তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল ৫১ দশমিক ৯৫ মিটার দিয়ে, আর সকাল ৯টায় ছিল ৫১ দশমিক ৯২ মিটার।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তার পানি কমে গেছে, আরও কমবে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নদ র প ন
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ