Prothomalo:
2025-08-15@10:30:09 GMT

ছায়া ফেলে যায় না 

Published: 15th, August 2025 GMT

যে চলে যায় জীবনে গন্ধ পর্যন্ত না ফেলে,  
এমনকি ছায়াও না, সে কি
ছিল কোথাও?

অথচ সে ছিল। শেওলার বাকলে এঁকেছিল
পরানকাব্য, জল থেকে বরফ খসে পড়ে,
নড়ে উঠেছিল রোদ সানকির জলে।

গোলাপি ন্যাপকিন ছুড়ে
দ্রোহে ফেটে পড়ত প্রায়শ।
তখন নিজের বাদ্য বাজাত না বাতাসেরা
ঠিকরে উঠত সে তীব্র অবিচারে,
আর তার ছায়া হনহন জলাশয়
কিংবা পাথরের সাথে ধাক্কা খেত।

তখন আলো জ্বলে উঠত ফসলের দিনগুলির।  
বউ ছিল শিশু ছিল—এমন জীবনের মুখে  
তীব্র মুখর ছুড়ে দিয়ে
ধীরে ধীরে সে অতলে
তলিয়ে গেল।

ছায়াতাড়িত পৃথিবীতে
ছায়ামাত্র না রেখেই।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি আহত

ফেনীতে ট্রাকের ধাক্কায় দুই নারী আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার পরশুরাম উপজেলার সত্যনগর গ্রামের বাসিন্দা ফাতেমা আক্তার (৩২) ও হোসনে আরা বেগম (৫৫)। সম্পর্কে তারা বউ-শাশুড়ি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাংক রোডে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার জন্য অটোরিকশাযোগে সদর হাসপাতাল মোড়ে নামেন তারা। পরে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরো পড়ুন:

এএসআই’র বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ 

মাদারীপুরে অস্ত্রসহ ‘কোপা সামচু’ গ্রেপ্তার

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার মাহমুদ বলেন, ‘‘হোসনে আরা বেগমের বাম পা ভেঙে হাড় বের হয়ে গেছে। আর ফাতেমা আক্তারের মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম পাঠানো হয়েছে।’’

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামজুজ্জামান বলেন, ‘‘ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/সাহাব/রাজীব

সম্পর্কিত নিবন্ধ