সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মাকসুদুল হাসান জনি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন, সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় নিহতের পিতা শুক্কুর আলী ও স্ত্রী ইভা আক্তার সহ স্বজনরাও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৫ আগস্ট) জুম্মার পর নাসিক ৩নং ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দাদের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় অংশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনকালে সড়ক অবোধের ফলে প্রায় ৩০ মিনিট যানচলাচলে বিঘ্ন ঘটে। এসময় তারা জনি হত্যার রহস্য উদঘাটন, খুনিদের ফাঁসি, ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার সহ নানা শ্লোগান দেন।

এসময় নিহতের স্ত্রী ইভা আক্তার বলেন, জনি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন, সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম, সেকেন্ড অফিসার মাহবুব হাসান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বজলুর রহমানকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজকের এই বিক্ষোভ-মানববন্ধন। 

তিনি বলেন, আমার স্বামী মাকসুদুল হাসান জনিকে গত মাসের ১৫ জুলাই মারা হয়েছে। তার লাশ পাই ১৮ জুলাই। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে যাই। তবে মামলা করার আগেই আমাদের লোকজন নাইটগার্ড আলমগীর, তার ছেলে ইমন ও স্থানীয় যুবক আকাশ নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

আমার স্বামী নিখোঁজ হওয়ার আগমুহুর্তে ইমন তাকে দুইবার খুঁজতে বাড়িতে আসে। মামলার তন্তকারী কর্মকর্তা এস আই বজলুর রহমান আমাদের জানায় দারোয়ান আলমগীর আদালতে স্বীকারোক্তী দিয়ে যাদের নাম বলেছে তাদের বিরুদ্ধে মামলা হবে। অথচ আমার শ^শুড়সহ আমরা মামলায় যাদের নাম দিতে চেয়েছি পুলিশ তাদের নাম দেয় নাই। 

আমার শ^শুড় বার বার বলেছে নিখোঁজের আগে ইমন আমার ছেলেকে দুইবার বাসায় এসে খুঁজে গেছে। তাকে আসামি করেন নাই কেন। এস আই বজলুর রহমান বলেন, আলমগীর জবাববন্দিতে যাদের নাম বলেছে তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে ওসি স্যারের সিদ্ধান্ত মোতাবেক। পরে ইমনকে অন্য একটি মামলায় আদালতে পাঠায় পুলিশ।

আমাদের মামলায় গ্রেপ্তার দেখায় নাই। আমাদের কোন কথাই শুনে নাই পুলিশ। পরে এস আই বজুলর রহমান তদন্ত করতে এপার্টমেন্টে আসে। আমি ছাদ থেকে ওনাকে এপার্টমেন্টের আশপাশের ৬-৭টি সিসি টিভির ক্যামেরা দেখিয়ে বলেছি এগুলোর ভিডিও দেখতে কিছু তথ্য পেতে পারেন। 

তখন এস আই বলেন, আমরা তো ১৬৪ ধারার জবানবন্দিতে জানতেই পেরেছি আসামি কে। সিসি টিভি দেখে লাভ নাই। তাছাড়া আসামী আসিফ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়। পুলিশ তাকে গ্রেপ্তার না করে আমাদের বলে আসিফকে পাইছেন? এরপর এজাহারভুক্ত আসামি সাগরের সন্ধান পাই সানারপাড়ে রিহাব সেন্টারে। 

হত্যাকান্ড ঘটিয়ে সে ওখানে ভর্তি হয়েছে। ৪ আগস্ট এস আই বজলুর রহমানকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনি বলেন, র‌্যাব কর্মকর্তা রাজিবকে জানাতে। আমি রাজিব সাহেবকে জানাই। ৭ তারিখ পর্যন্ত তাদেরকে আসামির অবস্থান সম্পর্কে অবহিত করি। কিন্তু তারা কোন প্রদক্ষেপ নেই নাই। পরে আসামি সাগরের পরিবার টের পেয়ে ৮ আগস্ট রিহাব সেন্টার থেকে সাগরকে অন্যত্র সরিয়ে দেয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা শতভাগ শিউর পুলিশ আসামি সাগরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থানায় গিয়ে এস আই বজলুর রহমানে কাছে সাগরের বিষয় জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেন। 

পরে আমি আমার স্বামীর পোস্ট মোর্টেম রিপোর্ট এর বিষয় জানতে চাইলেও এস আই বজলুর রহমান আজেবাজে কথা বলে থানা থেকে বের করে দেয়। আমার স্বামী কেনে মাররো, কারা মারলো আমরা এখনো কিছুই জানতে পারি নাই। এর সুষ্ঠ বিচার চাই। 

তিনি আরও বলেন, এটা একটা পরিকল্পিত মার্ডার। অথচ ওসি শাহীনুর আলম, সেকেন্ড অফিসার মাহবুব হাসান, তদন্তকারী কর্মকর্তা বজলুর রহমান বলেন এটা চুরির ঘটনা। চুরির টাকা ভাগাভাগি নিয়ে মেরে ফেলা হয়েছে জনিকে। পুলিশ জনি হত্যা মামলা নিয়ে যথেষ্ট গাফলতি করতেছে। আমরা ওসি সহ তিন পুলিশ কর্মকতার প্রত্যাহার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর জানায়, ওই হত্যাকান্ডের ৭ আসামিদের মধ্যের ৪ জনকে আমরা গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। বাকিদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছি। চুরি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যা হয়েছিল বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন আসামি দারোয়ান। 

মামলায় অবহেলা এবং আসামিদের বাঁচানোর অভিযোগের বিষয়ে তিনি বলে, মামলা হবার পর থেকে ভিকটিম পিতা (বাদী) আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। দায়িত্ববার পাওয়া অফিসার যদি অবহেলা কররে থাকো তারা আমাকে তো অন্তত জানাতে পারতো।

এরপরও যদি তাদের মনে হয় আরও আসামি করা উচিত সেটার জন্যেও তো তদন্ত রয়েছে। তারা তো যোগাযোগই করে না। এই মানববন্ধন অন্য খেলা, জমিজমাসহ রাজনৈতিক কিছু বিষয়াদি রয়েছে যা এটাকে ইস্যু করছে।

উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর গত ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার নির্মাণাধীন তাকওয়া ভবনের লিফটের নীচে নর্দমা পানিতে মাকসুদুল হাসান জনির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন ১৯ জুলাই জনির পিতা শুক্কুর আলী ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন র হত য ক ন ড আম র স ব ম কর মকর ত সহ ত ন আম দ র আগস ট তদন ত

এছাড়াও পড়ুন:

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে রবিবার (১৬ নভেম্বর) পৃথকভাবে এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন তারা।

আরো পড়ুন:

বেরোবিতে যৌন হয়রানিকারীদের স্থায়ী বহিষ্কার দাবি

সাংবাদিক শামছুলের বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত জিডি প্রত্যাহার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)
দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কুবির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে গণিত বিভাগের কম্পিউটার অপারেটর এ কে এম কামরুল হাসান বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা অপানি বৈষম্যবিহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রকল্প হাতে নিয়েছেন। কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকলে দুর্নীতি না, এর চেয়ে ভয়ংকর কিছু করতে বাধ্য হব। আমাদের যদি দুর্নীতিমুক্ত রাখতে চান তাহলে নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করেন।”

তিনি আরো বলেন, “আপনারা যদি কর্মচারীদের এভাবে দাবিয়ে রাখেন তাহলে দেশ অচল হয়ে যাবে। সবসময় দেশ দুর্নীতিতে প্রথম হবে। দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য দেশের কর্মচারীদের একটি মানসম্মত পে-স্কেল দিতে হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে।”

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাসুদ আলম বলেন, “কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা পে কমিশন গঠন করেন এবং বাংলাদেশের পেশাজীবী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। তখন থেকেই আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের দাবি জানিয়েছেন, ১৫ ডিসেম্বর এর মধ্যেই আমরা একটি প্রজ্ঞাপন চাই। কিন্তু এই সরকার আমাদের সঙ্গে প্রতারণার ফাঁদ পেতেছেন নানা রকম অজুহাতে।”

নবম পে-স্কেল বাস্তবায়নে প্রহসন চলছে অভিযোগ করে তিনি আরো বলেন, “নবম পে-স্কেল আমাদের প্রাণের দাবি। কমিশন গঠন করেছেন আপনারা, নতুন স্বপ্ন দেখিয়েছেন আপনারা। নতুন পে-স্কেল আপনারাই বাস্তবায়ন করবেন।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 
নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে–স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হয়েছেন। ২০ থেকে ১৯ গ্রেডে বেতন বেড়েছে মাত্র ২০০ থেকে ৩০০ টাকা, সর্বোচ্চ ৫০০ টাকা। অথচ ১১ থেকে ১০ গ্রেডে এই পার্থক্য ছিল ৪০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত।

এমনকি ওপরের দিকের কিছু গ্রেডে ১০ হাজার টাকারও বেশি ব্যবধান তৈরি করা হয়েছে দাবি করে কর্মচারী নেতারা বলেন, সাধারণত প্রতি ৫ বছর অন্তর নতুন পে–স্কেল দেওয়া হলেও ২০১৫ সালের পর দীর্ঘ ১০ বছরেও নতুন স্কেল বাস্তবায়ন করা হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি কর্মচারীরা বিশেষ আশাবাদী ছিলেন। সরকার বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করলেও বর্তমানে বলা হচ্ছে—এই সরকারের সময় পে–স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। বক্তারা সরকারের এমন অবস্থানের তীব্র নিন্দা জানান।

কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

গত জুলাই মাসে নতুন পে কমিশন গঠন করা হয় এবং এই কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তবে অর্থ উপদেষ্টা জানান, এখন হচ্ছে না নতুন পে স্কেল। এ বিষয়ে সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচিত সরকার।

ঢাকা/এমদাদুল/মুজিবুর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • পদোন্নতি-নিয়োগ নিয়ে অসন্তোষ, আজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন
  • ড্রামে ২৬ টুকরা লাশ, দ্রুত বিচারের দাবিতে বদরগঞ্জে এলাকাবাসীর বিক্ষোভ
  • সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে নতুন উপজেলার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
  • পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
  • পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবিতে মানববন্ধন
  • যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ঢাবি অধ্যাপকের বিচারের দাবিতে মানববন্ধন
  • তিন জেলায় বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধে মানুষের দুর্ভোগ
  • বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল
  • পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা বন্ধে জোর দেবে বিএনপি
  • রাজশাহীতে বিএনপির নারী কর্মীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন