বরিশাল সদর উপজেলার ১১ মামলার আসামি রাসেল হাওলাদারকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছরি গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে। গ্রেপ্তার অন্যরা হলেন, চরবাড়িয়া এলাকার বাসিন্দা রুবেল সরদারের ছেলে রাব্বি সরদার (২৪), লালমিয়া বেপারির ছেলে শাওন বেপারি (২৫) ও বিল্লাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৫)।

আরো পড়ুন:

জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

আবারো গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুন

চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা রাজু মাঝি বলেন, ‘‘বেশ কয়েক ধরে রাসেল ও তার সহযোগীরা সদর উপজেলার প্রতেকটি গ্রামে মাদকের কারবার করে আসছে। ৮-১০ বার মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার হলেও কয়েক দিন পরে তারা জামিনে মুক্ত হয়ে যায়। তারপর আগের মতো বহাল তবিয়তে মাদকের রাজত্ব গড়ে তোলে। এছাড়াও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ।’’ 

পুলিশ পরিদর্শক ছগির জানান, রাসেলের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সেই মামলায় তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।  

ঢাকা/পলাশ/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চরব ড় য় উপজ ল র বর শ ল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ