খাগড়াছড়িতে পোস্টার লাগাতে গিয়ে পিটুনির শিকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী
Published: 15th, August 2025 GMT
খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে গিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মী গণপিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় ২০–৩০ জন ছাত্রলীগের নেতা–কর্মী পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কয়েকজন স্থানীয় এক ব্যক্তির ওপর হামলা চালান। এরপর গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা করলে চার কর্মী আহত হন।
খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি বলেন, চারজন চিকিৎসার জন্য আসেন, এর মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান। হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ