থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আর্থিক অপরাধ জড়ালে যে কেউ সরাসরি ফৌজদারি মামলা করতে পারেন বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ থানা চত্বরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুধী সমাবেশ বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬টার পর শুরু হয়।

ডিআইজি বলেন, ‘‘থানার ওসিরা জিডি করতে ও মামলা করতে টাকা নেবেন না। শুধু পুলিশ ক্লিয়ারেন্সের ৫০০ টাকা বাধ্যতামূলক দিতে হবে। এছাড়া আর কিছু নেই। ওসি যদি কোনো অন্যায় করেন তাহলে আপনি ফৌজদারি মামলা করতে পারবেন। আপনার কাছে থাকা সকল প্রমাণাদি নিয়ে সরাসারি খুলনা ডিআইজি অফিসে চলে আসবেন।’’

আরো পড়ুন:

বরিশালে ১১ মামলার আসামি রাসেল গ্রেপ্তার

জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

তিনি বলেন, ‘‘মাদক সমাজে এমনভাবে ছড়িয়েছে, আপনার ছেলে-মেয়েরা এর সঙ্গে জড়িয়ে গেছে। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব।’’

ডিআইজি সকলের উদ্দেশে বলেন, ‘‘থানায় কেউ আর্থিক লেনদেন করবেন না। কারণ থানায় কোনো কাজে টাকা লাগে না। টাকা লেনদেন করলে তা পানিতে যাবে।’’ 

এ সময় ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, স্থানীয়রা সাংবাদিকেরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/সোহাগ/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড আইজ

এছাড়াও পড়ুন:

বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায়

বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থানের মধ্যেই চমকে দিল আরও একটি অল্প বাজেটের হরর সিনেমা, ‘ওয়েপনস’। গত ৮ আগস্ট মুক্তির পর এক সপ্তাহও হয়েছে, এর মধ্যেই জ্যাক ক্রেগারের সাইকোলজিক্যাল হরর ও ডার্ক কমেডি ছবিটি ছুঁয়েছে নতুন মাইলফলক। চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম স্ক্রিন র‍্যান্ট জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ডলার, যা আর-রেটেড হরর ছবির জন্য বড় সাফল্য। ছবিটির বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার।

জুলিয়া গার্নার, জশ ব্রোলিন, অস্টিন আব্রামস অভিনীত ছবিটির গল্প শুরু হয় নিখোঁজ-রহস্য দিয়ে। এক রাতে একই প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক ঘটনা। ছবিতে স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী জুলিয়া গার্নার।

‘ওয়েপনস’ সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ