পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর ভালোবাসা না পাওয়া এবং ছেড়ে চলে যেতে পারে এই আশঙ্কায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামে এক দর্জি দোকানি। 

শনিবার রাত দশটায় উপজেলার পাখিমারা বাজারসংলগ্ন একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকমান সরদারের লাশ উদ্ধার করে পুলিশ। লোকমান পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। 

লোকমানের বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে স্ত্রীর ভালোবাসা না পাওয়া এবং টাকা না থাকার কারণে স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে বলে লোকমান আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে। 

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

ঢাকা/ইমরান

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল কম ন

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি উবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম উপজেলার ইটনা সদর ইউনিয়নের পশ্চিমগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ইটনা উপজেলায় ছাত্রলীগের সাবেক সভাপতি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল গ্রেপ্তারের তথ্য জানান। 

আরো পড়ুন:

ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে ছাত্রলীগ নেতা আটক

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

জাফর ইকবাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইটনা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি সেলিম। বিকালে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ