জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুইদিন সময় নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন ছাত্র সংগঠন সময় বাড়ানোর দাবি জানিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে মাত্র দুদিনের এ স্বল্প সময়ে প্রার্থীদের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.

মো. মনিরুজ্জামান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত। এরপর ২৮ আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট।

আরো পড়ুন:

ডাকসু নির্বাচন: ষষ্ঠ দিনে ৬৪ জনের মনোনয়ন সংগ্রহ

মাদক সেবনরত অবস্থায় ৪ ঢাবি শিক্ষার্থী আটক

জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুইদিন সময় নির্ধারণ করায় অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে, মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় কমিশন নিজে চারদিন সময় নিচ্ছে—যা ছাত্র সংগঠনগুলোর সমালোচনার জন্ম দিয়েছে।

তাদের অভিযোগ, প্রার্থীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলেও নির্বাচন কমিশন নিজের কাজে পর্যাপ্ত সময় নিচ্ছে। শিক্ষার্থীদের দাবি এতো কম সময় দিলে অনেক প্রার্থী নানা জরুরি পরিস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ করতে না পেরে নির্বাচনী প্রক্রিয়া থেকে বঞ্ছিত হতে পারেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, “যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র দুইদিন- এটা কোনোভাবেই কাম্য নয়। কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় বা হঠাৎ পরিবারের কেউ মারা যায়, তাহলে কি সে প্রার্থী হওয়ার সুযোগ হারাবে? মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা অন্তত ৪-৫ দিন পর্যন্ত বাড়ানো উচিত। এতে প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার যথেষ্ট সুযোগ পাবেন।”

তিনি বলেন, “মনোনয়নপত্র বিতরণ ও জমাদান দুইদিনে শেষ করা এবং যাচাই-বাছাইয়ে চারদিন সময় নেওয়া—এটা কখনোই যুক্তিসংগত নয়? মনোনয়নের জন্য মাত্র দুইদিন আর যাচাই-বাছাইয়ে এত সময়—এটার যৌক্তিকতা কোথায়?”

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুইদিন সময় নির্ধারণ শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকেই হয়তো ওই দুইদিন ক্লাস, পরীক্ষা বা জরুরি কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। কারো গুরুতর অসুস্থতা হতে পারে বা হঠাৎ পারিবারিক জরুরি পরিস্থিতি দেখা দিতে পারে, যা তাদের মনোনয়ন সংগ্রহে বাঁধা হয়ে দাঁড়াবে।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা শিক্ষার্থীদের এত অল্প সময়ে এসে প্রক্রিয়া সম্পন্ন করাও কষ্টসাধ্য। ফলে যোগ্য অনেক প্রার্থী এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকবেন।”

বহু প্রতীক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫। বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। প্রায় তিন দশক পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রক র য় ন সময় ন দ ন সময় আগস ট

এছাড়াও পড়ুন:

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম

মাঠের ক্রিকেট ছেড়ে ক্রিকেট প্রশাসনের অংশ হয়ে ক্রিকেট নিয়েই থাকতে চেয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে সব প্রক্রিয়াতেই ছিলেন। নিজের পছন্দের একটি প্যানেলও তৈরি করেছিলেন, যাদেরকে নিয়ে এগিয়ে নিবেন দেশের ক্রিকেট৷

কিন্তু নির্বাচনের ঠিক আগে মনোনয়নপত্র তুলে নিয়ে সরে দাঁড়িয়েছেন তামিম৷ তার শঙ্কার জায়গা ছিল, নির্বাচনকে ঘিরে নোংরামি করা হচ্ছে। তার ওপর আলাদা চাপ আছে এমন কথাও বলতে শোনা গিয়েছিল। সব মিলিয়ে নির্বাচনের জন্য আদর্শ পরিবেশ পাচ্ছিলেন না তামিম। এ কারণে নিজ থেকে সরে গেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর তামিম বলেছেন, `আপনারা বলেন ফি*ক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে ইলেকশন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।'’

গতকাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর পর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জন শোনা যায়। তাতে যোগ দেবেন আরও ক্লাব।

আজ সকালে ১০ টার পর তামিম সর্বপ্রথম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরপর আরও ১৪টি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পরে।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হলে চূড়ানত সংখ্যা জানা যাবে। 

ঢাকা/ ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যাঁরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা
  • তামিম বললেন, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন
  • আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম
  • বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন—ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন