জাকসুর মনোনয়ন সংগ্রহ ও জমাদানে সময় বৃদ্ধির দাবি
Published: 17th, August 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুইদিন সময় নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন ছাত্র সংগঠন সময় বাড়ানোর দাবি জানিয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে মাত্র দুদিনের এ স্বল্প সময়ে প্রার্থীদের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.
আরো পড়ুন:
ডাকসু নির্বাচন: ষষ্ঠ দিনে ৬৪ জনের মনোনয়ন সংগ্রহ
মাদক সেবনরত অবস্থায় ৪ ঢাবি শিক্ষার্থী আটক
জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুইদিন সময় নির্ধারণ করায় অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে, মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় কমিশন নিজে চারদিন সময় নিচ্ছে—যা ছাত্র সংগঠনগুলোর সমালোচনার জন্ম দিয়েছে।
তাদের অভিযোগ, প্রার্থীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলেও নির্বাচন কমিশন নিজের কাজে পর্যাপ্ত সময় নিচ্ছে। শিক্ষার্থীদের দাবি এতো কম সময় দিলে অনেক প্রার্থী নানা জরুরি পরিস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ করতে না পেরে নির্বাচনী প্রক্রিয়া থেকে বঞ্ছিত হতে পারেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, “যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র দুইদিন- এটা কোনোভাবেই কাম্য নয়। কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় বা হঠাৎ পরিবারের কেউ মারা যায়, তাহলে কি সে প্রার্থী হওয়ার সুযোগ হারাবে? মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা অন্তত ৪-৫ দিন পর্যন্ত বাড়ানো উচিত। এতে প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার যথেষ্ট সুযোগ পাবেন।”
তিনি বলেন, “মনোনয়নপত্র বিতরণ ও জমাদান দুইদিনে শেষ করা এবং যাচাই-বাছাইয়ে চারদিন সময় নেওয়া—এটা কখনোই যুক্তিসংগত নয়? মনোনয়নের জন্য মাত্র দুইদিন আর যাচাই-বাছাইয়ে এত সময়—এটার যৌক্তিকতা কোথায়?”
জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুইদিন সময় নির্ধারণ শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকেই হয়তো ওই দুইদিন ক্লাস, পরীক্ষা বা জরুরি কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। কারো গুরুতর অসুস্থতা হতে পারে বা হঠাৎ পারিবারিক জরুরি পরিস্থিতি দেখা দিতে পারে, যা তাদের মনোনয়ন সংগ্রহে বাঁধা হয়ে দাঁড়াবে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা শিক্ষার্থীদের এত অল্প সময়ে এসে প্রক্রিয়া সম্পন্ন করাও কষ্টসাধ্য। ফলে যোগ্য অনেক প্রার্থী এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকবেন।”
বহু প্রতীক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫। বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। প্রায় তিন দশক পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রক র য় ন সময় ন দ ন সময় আগস ট
এছাড়াও পড়ুন:
ডাকসু নির্বাচন: চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আজ শুক্রবার চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।
আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, আজ সদস্য পদের জন্য একজন মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩ জন। তাঁদের মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১২ জন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও খোঁজ পাওয়া গেলে তাঁদের ভোট থেকে বিরত রাখা হবে।