তিন তওবা করে ইসলামী আন্দোলনে যোগ দিলেন পিরোজপুর ৩ আসনের (মঠবাড়িয়া) সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি। 

শনিবার তিনি দলটিতে যোগ দিলে তাকে পিরোজপুর ৩ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা করা হয়। 

ডা. রুস্তম আলী ফরাজী মঠবাড়িয়া থেকে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), মহাজোট থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজয় বরণ করেন। 

রুস্তুম আলী ফরাজি অনুসারীদের নিয়ে গত শনিবার দুপুরে চরমোনাই পীরের দরবারে যান। এ সময় তিনি ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করে ইসলামী আন্দোলনে যোগ দেন। ওই অনুষ্ঠানে চরমোনাই পীর তাকে পিরোজপুর-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। 

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, এর আগে ডা.

রুস্তম ২০১৭ সালে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিতর্কিত নির্বাচনে অংশ নিলে তার সদস্য পদ স্থগিত করা হয়। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ফের ইসলামী আন্দোলনের সঙ্গে তিনি যোগাযোগ করেন। 

এসাহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘‘রুস্তম আলী ফরাজী আর দল বদল না করার জন্য তিন তওবা পড়েছেন। এই তওবায় তাকে ক্ষমা করা যায়। তাই তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’’

এ প্রসঙ্গে রুস্তম আলী বলেন, ‘‘নতুন যোগদান নয়। পুরোনো সদস্যপদ নবায়ন করেছি। ২০১৪ সালের নির্বাচনের আগে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলাম। সে বছর ইসলামী আন্দোলন নির্বাচন বর্জন করায় স্বতন্ত্র প্রার্থী হই। এ কারণে  সদস্যপদ স্থগিত হয়েছিল।’’

জাপায় যোগ দেওয়ার পরও সদস্যপদ ছিল কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তারা (ইসলামী আন্দোলন) রেখেছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে দল বদল করছেন।’’

উল্লেখ্য, ডা. রুস্তম প্রথম সংসদ সদস্য হন ১৯৯৬ সালে জাপার প্রার্থী হয়ে। ১৯৯৮ সালে জাপার ভাঙনে তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপিতে যান। পরে বিএনপিতে যোগ দিয়ে ২০১১ সালে সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তৎকালীন আওয়ামী লীগের এমপিকে পরাজিত করেন। এ সময় তিনি পুনরায় জাপায় যোগ দেন। ২০১৮ সালে জাপার প্রার্থী হিসেবে মহাজোটের সমর্থনে তিনি সংসদ সদস্য হন। কিন্তু দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়াসহ বিভিন্ন অভিযোগে জাপার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। এর জেরে গত বছর ৭ জানুয়ারির নির্বাচনে জাপা তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।

ঢাকা/তাওহিদুল/

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বতন ত র প র র থ ইসল ম

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ