মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনকে ‘যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রদানের অনুমতি দিতে সম্মত হয়েছেন’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

উইটকফ জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কা শীর্ষ সম্মেলনে একমত হয়েছেন যে যুদ্ধ অবসানের জন্য একটি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা আদেশের অনুরূপ একটি নিরাপত্তা গ্যারান্টি (ধারা ৫: একজন সদস্যের উপর আক্রমণ সকলের উপর আক্রমণ) প্রদানের অনুমতি দেওয়া হবে।

তিনি বলেন, “আমরা একটি চুক্তিতে পৌঁছেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো কার্যকরভাবে নিরাপত্তা গ্যারান্টি প্রদানের জন্য অনুচ্ছেদ ৫-এর মতো ভাষা প্রদান করতে পারে। তাই পুতিন বলেছেন, লাল পতাকা হল ন্যাটোর স্বীকৃতি।”

পুতিন বরাবরই ন্যাটোতে ইউক্রেন যোগদানের তীব্র বিরোধিতা করে আসছেন।

উইটকফ জানান, এই বিষয়টি একটি বিকল্প হতে পারে যদি ‘ইউক্রেনীয়রা এর সাথে থাকতে পারে।’

মার্কিন বিশেষ দূত আরো জানান, আলাস্কা থেকে বাড়ি ফেরার পথে বিমানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্টের একটি ভাল, সুনির্দিষ্ট আলোচনা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে সোমবার ওয়াশিংটনে বৈঠক ফলপ্রসূ হবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইউক র ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ