জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ
Published: 17th, August 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জবি প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সভাপতি এবং নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মো. জাহিদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) সংগঠনের প্রধান উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন, উপদেষ্টা আবু হানিফ, রিসাত রহমান, সদ্য সাবেক সভাপতি অমৃত রায় এবং সদ্য সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া নতুন এ কমিটির অনুমোদন দেন।
এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মো.
কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পেয়েছেন রাফিদ আদ-দ্বীন রাঈম, শ্রীকান্ত সূত্রধর, পলি আক্তার ও সৃজন সাহা।
নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ মুহূর্ত। এই সম্মাননা শুধু আমার একার নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। স্বাধীন, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতাকে আরো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল পথে এগিয়ে নিতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান বলেন, “এটি শুধু একটি পদ নয়, বরং ক্যাম্পাস সাংবাদিকতার স্বপ্নকে এগিয়ে নেওয়ার নতুন যাত্রা। সাংবাদিকতা শুধু খবর নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা। আমি চেষ্টা করব সংবাদ পরিবেশনায় মান উন্নয়ন, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার।”
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে এ নাশকতা করা হয়। আগুনে বাসের ভেতরের আসনগুলো পুড়ে গেছে।
ওই বাসের চালক মো. পিন্টু জানিয়েছেন, গতকাল রবিবার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহনের মিনিবাসটি দাঁড় করিয়ে রাখা হয়। ভোর ৪টার দিকে চালকের সহকারী বাসটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওয়াশরুমে যান। ভোর পৌনে ৫টার দিকে তিনি ফিরে এসে বাসে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি বলেন, আগুনে সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। ২ লাখ টাকার মতো ক্ষতি হইছে। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশও আসছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেছেন, বাসে অগ্নিসংযোগ করা হয়েছিল। ওই এলাকায় আমাদের টহল টিম ছিল। তারা দ্রুত সেখানে গিয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাশকতার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকা/সাব্বির/রফিক