এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল
Published: 20th, September 2025 GMT
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের ছন্দ ধরে রাখল রিয়াল মাদ্রিদ। এদার মিলিতাও ও কিলিয়ান এমবাপ্পের অসাধারণ দুই গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নিল তারা।
মৌসুমের শুরুতে চমক জাগানো এস্পানিওল শীর্ষে থাকা দলকে চ্যালেঞ্জ জানাতে এসেছিল আত্মবিশ্বাস নিয়েই। তবে ম্যাচের মাঝপথে দারুণ এক দূরপাল্লার শটে রিয়ালকে এগিয়ে দেন মিলিতাও। বিরতির পরপরই এমবাপ্পে যোগ করেন দ্বিতীয় গোল। যা নিশ্চিত করে দেয় স্বাগতিকদের জয়।
আরো পড়ুন:
বার্সেলোনার হোঁচট: ভায়োকানোর বিপক্ষে জয় হাতছাড়া
তিন গোল বাতিলের পরও রিয়ালের দাপুটে জয়
দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফিরলেন জুদ বেলিংহামও। কাঁধের অস্ত্রোপচারের পর ক্লাব বিশ্বকাপের পর থেকেই বাইরে ছিলেন ইংলিশ মিডফিল্ডার। ম্যাচের শেষ দিকে এমবাপ্পের বদলি হিসেবে নামলে গ্যালারিতে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
রিয়াল কোচ হিসেবে জাবি আলোনসোর অপরাজিত ধারা অব্যাহত থাকল এই জয়ের মাধ্যমে। দায়িত্ব নেওয়ার পর টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিলেন তিনি।
ম্যাচের ২২ মিনিটে দলকে এগিয়ে দেন মিলিতাও। প্রায় ৩০ গজ দূর থেকে বল কন্ট্রোল করে এগিয়ে আসেন। এরপর দুর্দান্ত শটে এস্পানিওলের গোলরক্ষক দিমিত্রোভিচকে অসহায় করে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। প্রায় এক বছরের মধ্যে এটি তার প্রথম গোল।
গোলের পর আরও চাপ বাড়ায় রিয়াল। বিরতির আগে এমবাপ্পে চেষ্টা করেছিলেন গোলরক্ষককে চমকে দিতে। তবে বল লাগে সাইড নেটিংয়ে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারো আক্রমণে ওঠেন এমবাপ্পে। মাত্র দুই মিনিটের মধ্যে দারুণ এক নিখুঁত চিপে দূরপাল্লার শটে জালে বল জড়ান ফরাসি তারকা। কিছুক্ষণ পর আবারও কাছাকাছি পৌঁছে যান তিনি। ভিনিসিউস জুনিয়রের শট পোস্টে লেগে ফেরার পর রিবাউন্ডে চেষ্টা করেছিলেন এমবাপ্পে। কিন্তু সেটি কর্নারের বিনিময়ে রক্ষা করে বাঁচে এস্পানিওল।
পুরো ম্যাচে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি অতিথিরা। তাদের সেরা মুহূর্ত আসে ৬৭ মিনিটে, যখন দানি কারভাহালের ডিফ্লেকশন প্রায়ই আত্মঘাতী গোল হয়ে যাচ্ছিল। কিন্তু থিবো কোর্তোয়ার সজাগ দৃষ্টিতে সমস্যা হয়নি।
শেষ মুহূর্তে ভিনিসিউসের একটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন দিমিত্রোভিচ। ততক্ষণে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত। ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৫ ম্যাচ থেকে পূর্ণ ৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় ও ৫ ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে এস্পানিওল আছে তৃতীয় স্থানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল এমব প প
এছাড়াও পড়ুন:
ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৬৮ রান করে, জবাবে সাইফ হাসানের ৬১ ও লিটন দাসের ২৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ জয় পায়। মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারী হন। এই জয়ে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল হয়েছে।