মাদক পুনর্বাসন কেন্দ্রের ছাদ থেকে লাফিয়ে পালালেন ২৭ জন
Published: 25th, September 2025 GMT
চাঁদপুর শহরের ওয়াপদা গেইটে অবস্থিত অর্পণ মাদক নিরাময় কেন্দ্রের ছাদ থেকে লাফ দিয়ে ২৭ জন রোগী পালিয়ে গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে। কেন্দ্রে থাকা রোগীদের অভিযোগ, পরিচালকদের নির্যাতন-নিপীড়নের কারণে রোগীরা পালিয়েছেন।
নিরাময় কেন্দ্রের স্টাফদের ভাষ্য, রোগীর স্বজনদের ক্ষোভ সামাল দেওয়ার ভয়ে কেন্দ্রটির পরিচালকদের একজন নিরাময় কেন্দ্রের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছেন।
আরো পড়ুন:
জামায়াত নেতার প্রতিষ্ঠানে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক
২০২৪ সালের ৭ নভেম্বর ১০ বেডের অনুমোদন নিয়ে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খলিশাডুলী ওয়াপদা গেইটে একটি বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে অর্পণ মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন ও সহায়তা কেন্দ্রটি। অনুমোদনের অনেক আগে থেকে রোগী ভর্তি ও অপচিকিৎসার অভিযোগ ওঠে কেন্দ্রের দুই পরিচালক তুষার ও মিতাতসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
নিরাময় কেন্দ্রটিতে চিকিৎসাধীন আনোয়ার অভিযোগ করে বলেন, “এখানে ১০ জন রোগী ভর্তির কথা ছিল। রাখা হয়েছিল অর্ধশতাধিকেরও বেশি রোগী। দুই তলা বিশিষ্ট ভাড়া বাসায় মাত্র চারটি কক্ষে গাদাগাদি করে রোগীদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ কাজটি করতেন কেন্দ্রের পরিচালক তুষার ও মিতাত।”
রোগীর স্বজন আনোয়ার বলেন, “অনুমোদন পাওয়ার একবছর না পেরোতেই এই কেন্দ্র থেকে ২৭ জন রোগী পালানোর ঘটনা ঘটলো। স্বজনদের ক্ষোভ সামাল দেওয়ার ভয়ে কেন্দ্রের ভেন্টিলেটর ভেঙ্গে লাফিয়ে পলিয়ে যান তুষার। তিন মাসের চুক্তিতে নেওয়া রোগীদের অর্থ ফেরত, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা এবং অনুমোদনের শর্তভঙ্গের কারণে এই কেন্দ্র সংশ্লিষ্ট মিতাত ও তুষারসহ অন্যদের শাস্তির দাবি জানাচ্ছি আমরা।”
কেন্দ্রের স্টাফ সুফিয়ান বলেন, “কেন্দ্রটিতে ছিল না প্রয়োজনীয় চিকিৎসকসহ লোকবল। রোগীর স্বজনদের থেকে এককালীন ও মাসে মাসে টাকা নিয়ে রোগী ভর্তি নেওয়া হতো। কেন্দ্রের চার দেয়ালের ভেতর রোগীদের আটকে রেখে চালানো হতো অমানসিক নির্যাতন। শুধু তাই নয়, দেওয়া হতো না ঠিকমতো খাবার। গতকাল আমিসহ অন্য স্টাফদের মারধর করে দ্বিতীয় তলার ছাদ থেকে লাফ দিয়ে পলিয়ে যান ২৭ জন রোগী।”
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.
তিনি বলেন, “এই কেন্দ্রটি চূড়ান্তভাবে বন্ধ এবং এরসঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি রোগীর স্বজনদের।”
ঢাকা/অমরেশ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ র স বজনদ র এই ক ন দ র জন র গ অন ম দ ২৭ জন
এছাড়াও পড়ুন:
বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী তরুণ
চাঁদপুরের সৌদিপ্রবাসী মেহেদী হাসানের (২৫) বাবার ইচ্ছা ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন। বাবার সেই ইচ্ছা পূরণ করলেন তিনি।
আজ শুক্রবার বিকেলে স্বজনদের নিয়ে ভাড়া করা হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে কনের বাড়িতে যান মেহেদী হাসান। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে নিয়ে ফিরে আসেন নিজ বাড়িতে। এ ঘটনায় উচ্ছ্বসিত এলাকাবাসী।
মেহেদী হাসান মতলব উত্তর উপজেলার এমএম কান্দি গ্রামের আবদুল বারেক দেওয়ানের ছেলে। মেহেদীর নববধূর নাম আবিদা সুলতানা। তিনি একই উপজেলার রুহিতারপাড় গ্রামের মো. আল আমিনের মেয়ে। আজ শুক্রবার বিকেল চারটায় কনের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে মেহেদী হাসান সৌদি আরবে যান। বিয়ে করার জন্য কিছুদিন আগে বাড়ি ফেরেন। কনে দেখা ও বিয়ের তারিখ ঠিক হয়। আজ শুক্রবার রুহিতারপাড় গ্রামের একটি মাঠে বরপক্ষকে নিয়ে হেলিকপ্টারটি নামলে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। হেলিকপ্টার থেকে নেমে স্বজনদের নিয়ে মেহেদী হাসান হেঁটে কনের বাড়িতে যান। বিয়ের পর নববধূকে নিয়ে হেলিকপ্টারটি তাঁর গ্রামে পৌঁছালে ভিড় করেন এলাকাবাসী।
মেহেদী হাসান বলেন, তাঁর বাবার এই ইচ্ছা পূরণ করতে পেরে তিনি ও তাঁর পরিবার খুবই আনন্দিত। সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
মেহেদী হাসানের বাবা আবদুল বারেক দেওয়ান বলেন, ইচ্ছা ছিল ছেলে বড় ও প্রতিষ্ঠিত হলে হেলিকপ্টারে চড়িয়ে তাকে বিয়ে করাবেন। আজ তাঁর সে ইচ্ছা পূরণ হলো। এতে তিনি খুবই আনন্দিত।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনা জানার পর হেলিপ্যাড এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়।