৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা
Published: 25th, September 2025 GMT
ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
ইউএসজিএস-এর তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুলিয়া প্রদেশের মেনে গ্রান্দে শহর। যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৭.
আরো পড়ুন:
চাঁদে কী ভূমিকম্প হয়?
সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতক
শুধু মেনে গ্রান্দে শহর নয়, ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রদেশেও কম্পন অনুভূত হয়। এমনকি প্রতিবেশী দেশ কলম্বিয়ার সীমান্ত এলাকাও কেঁপে ওঠে। ঘরবাড়ি ও অফিস ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। তবে দুই দেশেই প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময়ে একটি বিজ্ঞান প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি। ভূমিকম্প চলাকালীন বা তার পরে সম্প্রচার বন্ধ করেনি ভেনেজুয়েলার সরকারি টিভি চ্যানেলও।
ভূমিকম্পের এক ঘণ্টা পর, ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি নানেজ টেলিগ্রাম এক পোস্টে বলেন, ভেনেজুয়েলা ফাউন্ডেশন ফর টেকনোলজিক্যাল রিসার্চ ৩.৯ এবং ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্পের খবর দিয়েছে। কিন্তু তিনি ইউএসজিএস কর্তৃক উল্লিখিত ভূমিকম্পের বিষয়ে কোনো কথা বলেননি। তিনি বলেন, দুটির মধ্যে দুর্বলটি জুলিয়া প্রদেশে ঘটেছে; অন্যটি বারিনাস প্রদেশে ঘটেছে।
উল্লেখ্য, মারাকাইবো হ্রদের পূর্ব উপকূলে অবস্থিত মেনে গ্রান্দে শহর। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের জন্য এই অঞ্চলকে ভেনেজুয়েলার অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়। এখানেই অপরিশোধিত তেলের বিশ্বের সবচেয়ে বড় ভাণ্ডার মজুত রয়েছে।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ভ ম কম প র
এছাড়াও পড়ুন:
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।
তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে।
আরো পড়ুন:
কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি
চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি
টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।”
অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।”
চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।
ঢাকা/শান্ত