ফ্যাটি লিভারের ব্যথা ও অন্যান্য কারণে পেটব্যথার পার্থক্য বোঝা এত জরুরি কেন
Published: 25th, September 2025 GMT
পার্থক্যটা কী
পেটব্যথায় ভোগেননি, এমন হওয়া অস্বাভাবিক। কখনো ভারী খাবার খাওয়ার পর, কখনো শরীরের সঙ্গে মানানসই না থাকা খাবারের কারণে, আবার কখনো মানসিক চাপ বা উদ্বেগের কারণে পেটব্যথা হয়। এসব সাধারণত হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, আলসারের মতো কারণে হতে পারে।
বেশির ভাগ সময় এসব তেমন গুরুতর নয়। কিন্তু সব পেটব্যথা আদতে পেট থেকে হয় না। কখনো কখনো শরীরের অন্য অঙ্গ থেকেও হতে পারে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো লিভারের অসুখ—ফ্যাটি লিভার ডিজিজ।
বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ফ্যাটি লিভার ডিজিজ, বিশেষ করে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি), যার নতুন নাম এমএএসএলডি। সাধারণত এ রোগ কোনো লক্ষণ ছাড়াই নীরবে থাকে, তবে কখনো ব্যথা বা অস্বস্তি দেখা দিলে অনেকেই তা সাধারণ পেটব্যথা বা হজমের সমস্যা ভেবে ভুল করেন।
কেন পার্থক্য বোঝা জরুরিফ্যাটি লিভারের ব্যথা সাধারণ পেটব্যথার মতো নয়। কারণ, দুটি সৃষ্টি হয় ভিন্ন অঙ্গ থেকে। ফলে লক্ষণ ও চিকিৎসার ধরনও আলাদা। এটিকে সাধারণ পেটব্যথা ভেবে ভুল করা হলে রোগ সঠিকভাবে শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হতে পারে। তাই পেটব্যথা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
আরও পড়ুনফ্যাটি লিভার প্রতিরোধ ও লিভার ডিটক্সে প্রতিদিনের তিনটি অভ্যাস০৭ আগস্ট ২০২৫ফ্যাটি লিভার ডিজিজ কীফ্যাটি লিভার ডিজিজ হলো লিভারে স্বাভাবিকের চেয়ে বেশি চর্বি জমা হওয়া। এর দুটি ধরন—
নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ
অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ
স্থূলতা, উচ্চ কোলেস্টেরল, টাইপ-২ ডায়াবেটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অতিরিক্ত মদ্যপান এ রোগের ঝুঁকি বাড়ায়। বেশির ভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভার কোনো উপসর্গ দেখায় না, যতক্ষণ না রোগটি চূড়ান্ত রূপ ধারণ করে।
সাধারণ পেটব্যথা কীপেটব্যথা বলতে সাধারণত মাঝপেটের ওপরের অংশে কিংবা বাঁ দিকের পাঁজরের নিচের ব্যথাকে বোঝায়। এটি পাকস্থলী থেকে (যেমন গ্যাস্ট্রাইটিস, আলসার) বা কাছাকাছি অঙ্গ থেকে (যেমন খাদ্যনালি, ক্ষুদ্রান্ত্র) হতে পারে। কখনো কখনো সাধারণ হজমজনিত সমস্যার কারণে ব্যথা হতে পারে।
পেটব্যথা বলতে সাধারণত মাঝপেটের ওপরের অংশে কিংবা বাঁ দিকের পাঁজরের নিচের ব্যথাকে বোঝায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ধ রণত
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে