কুমিল্লার তিতাস উপজেলার বারকাউনিয়া গ্রামে ছেলে নিখোঁজ হওয়া বড় বোনকে সান্ত্বনা দিতে এসে নিজের ছেলেকে হারালেন ছোট বোন। গতকাল বুধবার উপজেলার বারকাউনিয়া গ্রামে এমন ঘটনা ঘটে।

তিতাস উপজেলার বারকাউনিয়া গ্রামে থাকেন বড় বোন শাহিনুর আক্তার। আর ছোট বোন মিনু আক্তার থাকেন কুমিল্লা শহরের কাপ্তান বাজারে।

গত মঙ্গলবার সকালে শাহিনুরের মাদ্রাসায় পড়ুয়া ছেলে মো.

হুসাইন কাজি (১৯) নিখোঁজ হন। এই খবর শুনে ওই দিন বিকেলে তিন সন্তানকে সঙ্গে নিয়ে মিনু বড় বোনের বাড়িতে যান। ওই দিনই বড় বোনের ছেলে হুসাইনকে পাওয়া যায়। রাতে সন্তানদের নিয়ে ওই বাড়িতে থেকে যান। পরের দিন বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে কাঁঠালিয়া নদীতে একা গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তাঁর মাদ্রাসাপড়ুয়া ছেলে মো. তানভীর (৯)। পরে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরফরাজ হোসেন খান মৃত ঘোষণা করেন।

তানভীর কুমিল্লা শহরের কাপ্তান বাজারের বাসিন্দা প্রবাসী মো. রুবেল মিয়ার একমাত্র ছেলে।

তিতাস উপজেলার একটি কলেজের প্রভাষক হালিম সৈকত বলেন, বোনকে সান্ত্বনা দিতে এসে একমাত্র ছেলেকে হারানোর ঘটনা হৃদয়বিদারক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ত স উপজ ল উপজ ল র বড় ব ন

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ