Prothomalo:
2025-11-17@09:23:40 GMT

মানুষের ‘কলব’ কেন বদলে যায়

Published: 25th, September 2025 GMT

মানুষের হৃদয় অত্যন্ত রহস্যময় ও প্রতিনিয়ত পরিবর্তনশীল। একদিন আমরা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি গভীর ভালোবাসা অনুভব করি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা ফিকে হয়ে যেতে পারে। কখনো কোনো নির্দিষ্ট কারণে, আবার কখনো কোনো কারণ ছাড়াই। কখনো অযথা আমাদের হৃদয় কারও প্রতি আকৃষ্ট হয়, আবার কখনো সেই আকর্ষণ হঠাৎ মিলিয়ে যায়।

এই পরিবর্তনশীলতা নারী–পুরুষ উভয়ের ক্ষেত্রেই স্বাভাবিক। যেমন প্রচলিত কথায় আছে, ‘নারীর মন সহস্র বছরের সাধনার ধন’, তেমনি এই রহস্য শুধু নারীর জন্য নয়, পুরুষের হৃদয়েও এই পরিবর্তনশীলতা লক্ষ করা যায়।

‘আদম সন্তানের অন্তর ফুটন্ত পানির পাত্রের চেয়েও দ্রুত পরিবর্তিত হয়।সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১,৭১৬

মানব হৃদয়কে একটি নির্দিষ্ট অবস্থায় স্থির রাখা অত্যন্ত কঠিন। পারিপার্শ্বিক অবস্থা, আবেগ, চিন্তাভাবনা ও জ্ঞানের প্রভাবে হৃদয় ক্রমেই পরিবর্তিত হয়। একটি ঘটনায় কেউ হয়তো উৎফুল্ল হয়ে হাসছে, কিন্তু পরক্ষণেই অন্য কোনো ঘটনায় বিষণ্নতায় ডুবে যেতে পারে।

পাঁচ বছর আগে যে বিষয়টি আমাদের তীব্র কষ্ট দিয়েছিল, আজ সেই একই বিষয় মনে করে হয়তো হাসি পায়। যে জিনিসের জন্য একসময় ব্যাকুল হয়েছিলাম, তা না পাওয়া আসলে আল্লাহর রহমত ছিল, তা এখন বুঝতে পারি।

হৃদয়ের পরিবর্তনশীলতা

মানুষের হৃদয়ের এই পরিবর্তনশীলতা ইসলামে ‘কলব’ হিসেবে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো এমন কিছু, যা দ্রুত ঘুরে বা পরিবর্তিত হয়।

রাসুল (সা.

) বলেন, ‘মানুষের অন্তরের উদাহরণ যেন একটি পাখির পালকের মতো, যা গাছের ডালে ঝুলে আছে এবং বাতাস তাকে ইচ্ছেমতো এদিক–ওদিক ঘুরিয়ে দেয়।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১৭,৮১৩)

আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আদম সন্তানের অন্তর ফুটন্ত পানির পাত্রের চেয়েও দ্রুত পরিবর্তিত হয়।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১,৭১৬)

এই হাদিস দুটির মাধ্যমে হৃদয়ের অস্থির প্রকৃতি অনুমান করা যায়। যেমন ফুটন্ত পানির পাত্র গরম হলে তার আকৃতি ও অবস্থা পরিবর্তিত হয়, তেমনি মানুষের হৃদয়ও পরিস্থিতি ও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়।

আরও পড়ুনমৃত্যুকে স্মরণ: কঠিন হৃদয় নরম করার একটি উপায়২২ সেপ্টেম্বর ২০২৫

জীবনে আমরা বারবার এই পরিবর্তন প্রত্যক্ষ করি। কখনো কেউ আমাদের প্রয়োজনে এগিয়ে আসে, আমাদের ডাকে সাড়া দেয়; কিন্তু সময়ের সঙ্গে সেই মানুষ আর সাড়া দেয় না। হয়তো তার সময় বা সুযোগ নেই অথবা তার হৃদয়ের আগ্রহ পরিবর্তিত হয়ে গেছে। এই পরিবর্তন কখনো কষ্টদায়ক হলেও এটি জীবনের স্বাভাবিক নিয়ম।

জীবনের আসা–যাওয়া

জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ আমাদের জীবনে আসে এবং চলে যায়। কেউ প্রয়োজনে কাছে আসে, আবার অন্য প্রয়োজনে দূরে সরে যায়। এটি পৃথিবীর নিয়ম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা ও তামাশা। আর পরকালই মুত্তাকিদের জন্য উত্তম। তবে কি তোমরা বোঝ না?’ (সুরা আনআম, আয়াত: ৩২)

এই দুনিয়ায় কোনো সম্পর্ক, ভালোবাসা বা মায়া চিরস্থায়ী নয়। মানুষ সময়ের প্রয়োজনে বা জীবনের চাহিদায় পরিবর্তিত হয়। কেউ কেউ এই দুনিয়া ছেড়ে চিরতরে অপার্থিব জগতে চলে যায়, যেখানে এক নতুন জীবন শুরু হয়। এই বিচ্ছেদ কখনো অত্যন্ত কষ্টদায়ক হলেও তা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।

মানুষ সময়ের প্রয়োজনে বা জীবনের চাহিদায় পরিবর্তিত হয়। কেউ কেউ এই দুনিয়া ছেড়ে চিরতরে অপার্থিব জগতে চলে যায়, যেখানে এক নতুন জীবন শুরু হয়।আল্লাহর ওপর নির্ভরশীলতা

মানুষের হৃদয়ের এই পরিবর্তনশীলতা আমাদের শেখায় যে আমরা কারও ওপর সম্পূর্ণ নির্ভরশীল হতে পারি না। একমাত্র আল্লাহই আমাদের চিরন্তন আশ্রয়। তিনি আমাদের দুর্বল সৃষ্টি হিসেবে সৃজন করেছেন, যাতে আমরা তাঁর ওপর সম্পূর্ণ নির্ভর করি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আল্লাহ কোনো প্রাণের ওপর এমন দায়িত্ব চাপিয়ে দেন না, যা তার সাধ্যের বাইরে।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)

আরও পড়ুনকোরআনের সঙ্গে সংযোগ বাড়াতে ‘কোরআন জার্নালিং’২২ জুলাই ২০২৫

আমাদের সুখ–দুঃখে, প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিনি কখনো আমাদের ডাকে সাড়া দিতে ব্যস্ত থাকেন না। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন, আয়াত: ৬০)

আল্লাহ আরও বলেন, ‘যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলো, আমি তো অতি নিকটে। যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৬)

যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলো, আমি তো অতি নিকটে। যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।সুরা বাকারা, আয়াত: ১৮৬

মানুষ হয়তো ব্যস্ততায় বা অনিচ্ছায় আমাদের ডাকে সাড়া দেয় না, কিন্তু আল্লাহ, যিনি আল–মুজিব (ডাকে সাড়াদানকারী) ও আল–ওয়ালী (অভিভাবক), তিনি কখনো আমাদের নিরাশ করেন না। তিনি আমাদের মালিক এবং সব পরিস্থিতিতে আমাদের পাশে থাকেন।

মানুষের হৃদয়ের পরিবর্তনশীলতা জীবনের একটি স্বাভাবিক অংশ। এই পরিবর্তন আমাদের শেখায় যে দুনিয়ার কোনো সম্পর্ক বা আকর্ষণ চিরস্থায়ী নয়। একমাত্র আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কই চিরন্তন।

তাঁর কাছে দোয়া করা, তাঁর ওপর ভরসা করা এবং তাঁর স্মরণে মগ্ন থাকা আমাদের হৃদয়কে স্থির রাখে। আমরা কি তাঁকে সেভাবে ডাকছি, যাতে তিনি আমাদের জান্নাতের স্বপ্নগুলো পূরণ করবেন?

আল্লাহ আমাদের হৃদয়কে তাঁর নৈকট্যে স্থির রাখুন এবং তাঁর দয়ায় আমাদের জীবনকে সমৃদ্ধ করুন, আমিন।

আরও পড়ুনমানবের চালিকা শক্তি কলব২৭ অক্টোবর ২০১৬

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ বন র আল ল হ আম দ র র ওপর ক রআন

এছাড়াও পড়ুন:

দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার

দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।

পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।

সম্পর্কিত নিবন্ধ