ইয়ারবাড পরিষ্কার করার ৫টি কার্যকর উপায়
Published: 25th, September 2025 GMT
ইয়ারবাড এখন এক অপরিহার্য সঙ্গী। গন্তব্যে যাওয়ার সময় পথে গান শোনা, জিমে ব্যায়ামের সময়, দীর্ঘ অনলাইন সভা কিংবা শুয়ে শুয়ে প্রিয় সিরিজ দেখার মুহূর্ত—সবখানেই ইয়ারবাড ব্যবহার করা হয়। তবে নিয়মিত ব্যবহারের কারণে খুব দ্রুতই এতে ঘাম, কানের ময়লা, ধুলা ও তেল জমে যায়। ধুলাময়লা জমার কারণে শব্দের মান কমে যায়, ব্যাটারির কার্যক্ষমতায় প্রভাব ফেলে এবং পরিষ্কার না করলে কানে সংক্রমণের ঝুঁকিও বাড়ায়। ইয়ারবাড নিয়মিত পরিষ্কার করলে শব্দের মান ঠিক থাকে, ব্যাটারির স্থায়িত্ব বাড়ে এবং কানের স্বাস্থ্যও সুরক্ষিত থাকে। তাই সপ্তাহে অন্তত একবার ইয়ারবাড পরিষ্কার করা উচিত।
ইয়ারবাড পরিষ্কার করতে আলাদা কোনো দামি কিটের প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজে ইয়ারবাডকে নতুনের মতো করে ফেলা যায়। সঠিকভাবে যত্ন নিলে ইয়ারবাড দীর্ঘদিন ভালো থাকে, শব্দও স্পষ্ট শোনা যায়। ইয়ারবাড পরিষ্কার করার সবচেয়ে কার্যকর পাঁচটি উপায় দেখে নেওয়া যাক—
১.
সিলিকন বা ফোম টিপ ধোয়া
যেসব ইয়ারবাডে আলাদা টিপ থাকে, সেগুলো আস্তে খুলে নিতে হবে। গরম পানিতে অল্প সাবান মিশিয়ে টিপগুলো ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখলে জমে থাকা ময়লা সহজে ছাড়বে। এরপর আঙুল বা কটন বাড দিয়ে ময়লা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকাতে হবে। ফোম টিপের ক্ষেত্রে পানিতে বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না। কারণ, এগুলো সহজেই পানি শুষে নেয়।
২. মেশ স্ক্রিন থেকে ময়লা সরানো
ইয়ারবাডের শব্দ কম শোনার অন্যতম কারণ হলো মেশ স্ক্রিনে ময়লা জমে থাকা। ইয়ারবাড উল্টো করে ধরে নরম ব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করতে হবে। শক্ত ময়লা থাকলে কটন বাডে সামান্য পরিষ্কারক লাগিয়ে পরিষ্কার করা যেতে পারে। তবে চাপ দিয়ে ঘষলে ময়লা ভেতরে ঢুকে যেতে পারে, যা ক্ষতির কারণ হতে পারে।
৩. ইয়ারবাডের বাইরের খোলস পরিষ্কার করা
ইয়ারবাডের বাইরের অংশে ঘাম, ত্বকের তেল কিংবা পকেটের ধুলা জমে থাকে। এগুলো পরিষ্কার করতে মাইক্রোফাইবার কাপড় সবচেয়ে কার্যকর। জীবাণুমুক্ত করতে চাইলে কাপড় বা কটন বাডে অল্প পরিষ্কারক ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, ভেতরে যেন কোনো তরল প্রবেশ না করে।
৪. চার্জিং কেস পরিষ্কার করা
ইয়ারবাডের চার্জিং কেস নিয়মিত পরিষ্কার না করলে ভেতরে ধুলাময়লা জমে যেতে পারে। প্রথমে শুকনা কাপড় দিয়ে ভেতর ও বাইরের অংশ মুছে নিতে হবে। চার্জিং পিন বা কোনাগুলো পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করা যেতে পারে। শক্ত ময়লা থাকলে সামান্য পরিষ্কারক ব্যবহার করা যায়। তবে কেস ভালোভাবে শুকানোর পরই ইয়ারবাড ভেতরে রাখতে হবে।
৫. পাউচ বা কভার ধোয়া
ইয়ারবাডের সঙ্গে থাকা কাপড়ের পাউচ বা কভারও নিয়মিত ধোয়া দরকার। গরম পানিতে সামান্য সাবান মিশিয়ে কয়েক মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। এরপর বাতাসে শুকাতে দিলে পাউচ পরিষ্কার থাকবে এবং ধুলাময়লা সহজে জমবে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ষ ক র করত ব যবহ র কর কটন ব ড
এছাড়াও পড়ুন:
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।
ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।