Prothomalo:
2025-10-03@03:55:39 GMT

রং

Published: 25th, September 2025 GMT

মায়ের আঙুলগুলোয় ধরে থাকা রংতুলি থেকে ধীরে ধীরে ছোপ ছোপ রং বেয়ে বেয়ে পড়ছে, তা দেখে শিশুটা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ছোট্ট সেই খামারঘেরা মফস্‌সল শহরে খুব সকালে চিকিৎসকের বউয়ের ঘুম ভাঙে। পাম আর কমলালেবুর ঝাঁজালো পরাগ উড়ে এসে সকাল সকাল তার চোখে জ্বালা ধরায়, সেই অ্যালার্জির বিরক্তিতে তার ঘুম ভেঙে যায়। আকাশে অন্ধকারের আঁচ থাকতে থাকতে খুব ভোরে সে বিছানা ছাড়ে। তারপর সকালের কফি না খেয়ে, পরিবারের ঘুমন্ত অন্য সদস্যদের দিকে খুব একটা নজর না দিয়ে, সোজা চলে যান কোনার দিকে ছবি আঁকার ইজেল আর ক্যানভাস দিয়ে ঘিরে আলাদা করা ঘরের অন্য প্রান্তে। ওখানে রোগীরা অপেক্ষায় রয়েছে। ওই দিকে যে জানালা রয়েছে, ওটা দিয়ে গোলাপি রঙের প্রকাণ্ড খাড়া পাহাড়টা দেখতে পাওয়া যায়। নিজের জায়গায় গিয়ে বসে মনোরম দৃশ্যটুকু নিজের আঁটসাঁট ক্যানভাসটার সঙ্গে সে মিলিয়ে নিতে থাকে। সেই চাহনিতে এমন এক সহিষ্ণুতা, যেন ঠিক সেই রোগীর মতো যে কিনা জেনে গেছে, তার শরীরে বাসা বাঁধা প্রাণঘাতী এই অসুখের কারণে শিগগিরই তার জীবনের ইতি ঘটতে চলেছে।

শিশুটাও তার মায়ের এই রং নিয়ে খেলা দেখে অবাক হয়। কেমন করে ওরা ক্যানভাসটার ওপর ছড়িয়ে পড়ছে আর পাহাড়ের নিচে আস্ত একটা শহর জায়গা করে নেওয়ার আগপর্যন্ত একের পর এক ধীরে ধীরে একেকটা আকার ধারণ করছে, সেটা দেখেও সে যারপরনাই বিস্মিত হয়। সেই শহরে রয়েছে কাদা আর রোদে পোড়া লাল লাল ইটের ঘর, কাঠের মেঝে আর টালির ছাদ। বাড়িগুলো ফুল আর ফলের বাগান দিয়ে ঘেরা। সেই শহরের সবুজ প্রান্তরজুড়ে ঢেউ খেলে যাচ্ছে প্রাণচঞ্চল মুক্ত বাতাস। তারই ভেতর দিয়ে বয়ে গেছে টলটলে জলে ভরপুর একটা নদী। সেই নদীর দুপাশে এখানে–ওখানে বুনো ঝোপঝাড়ে ফুটে থাকা অজানা ফুলের সুবাস ভেসে বেড়াচ্ছে। সকালে স্কুলের জন্য তৈরি হওয়ার সময় অনিচ্ছাসত্ত্বেও দুধ খেতে খেতে সে আরও বেশি অবাক হয়ে ভাবতে থাকে, জানালাটার বেশ অনেকখানি কাচের খণ্ড দিয়ে আড়াআড়ি আড়াল হয়ে থাকার পরও কেমন করে তার মা নিজের আঁকা ছবিতে শহরটাকে এমন জীবন্ত ফুটিয়ে তুলেছেন?

সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, প্রতিদিনের মতো ক্লিনিকে প্রথম রোগী আসার পর থেকে, মায়ের দুর্বল ধীরস্থির চলাফেরা শুরু হয়। তারপর ওই জায়গা ছেড়ে উঠে আসার আগপর্যন্ত, ইজেল, রঙের টিউব আর তারপিন মাখানো ব্রাশ আর ক্যানভাস সবকিছু কেমন অসহায়ভাবে পেছনে পড়ে থাকে। বাইরের উঠোনে নিজের ভারে ঝুঁকে পড়া একটা রাবারগাছ, ওর পাশেই দাঁড়িয়ে রয়েছে মর্মর শব্দ করতে থাকা লম্বা একটা পামগাছ, যেটা বেয়ে উঠতে আস্ত দুটো মই দরকার হবে। এবং কাছেই মসজিদের উঠোনে অবিরাম কিচিরমিচির শব্দ করতে করতে অজুর জলে নানা ধরনের পাখি গোসল করে চলেছে।

ফিলিস্তিনি ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি ও চলচ্চিত্র নির্মাতা লীয়ানা বেদের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৩ ব্যাংকের নবম গ্রেডের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংকে ‘সিনিয়র অফিসার (আইটি)’ (৯ম গ্রেড) পদের ১৩৫টি শূন্য পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৭ অক্টোবর ঢাকার তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা শুরুর আগপর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

২০২২ সালভিত্তিক এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে তিনটি ব্যাংক হলো—সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি।

আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫

পরীক্ষার তারিখ ও সময়: ১৭ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে দুপুর ১২টা (প্রিলিমিনারি পরীক্ষা—এক ঘণ্টা ও লিখিত পরীক্ষা—দুই ঘণ্টা)।

পরীক্ষার কেন্দ্র

১। লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকা।
২। লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
৩। সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
নির্দেশনা
১। প্রার্থীরা প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে পরীক্ষা শুরুর আগপর্যন্ত সংগ্রহ করতে পারবেন।
২। সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ ও চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৩। প্রবেশপত্র (এক কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল বা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
এমসিকিউ ও লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টনসহ বিস্তারিত দেখুন এই লিংকে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ ব্যাংকের নবম গ্রেডের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ