বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রামের আনোয়ারা আসনের সাবেক সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে তোলা হয় ১ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে ৮৩ লাখ ৭৬ হাজার টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানায়, এই টাকা দেশে থাকা এজেন্টরা হুন্ডির মাধ্যমে জাবেদের কাছে পাচারের উদ্যোগ নিয়েছিল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান এ তথ্য জানান। 

আরো পড়ুন:

দুদক নি‌জেই দুর্নীতিমুক্ত না হ‌লে অন‌্যকে বলার অধিকার রা‌খে না: চেয়ারম্যান

ময়মনসিংহ জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান

তিনি জানান, বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে তুলে নেওয়া হয় ১ কোটি ৭৬ লাখ টাকা। দেশে থাকা এজেন্টরা এই টাকা উত্তোলন করে বিদেশে থাকা জাবেদের কাছে হুন্ডির মাধ্যমে পাচারের উদ্যোগ নিয়েছিল। সম্প্রতি তার দুই এজেন্টকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার জাবেদের মালিকানাধীন আরামিট পিএলসির কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক। অভিযানে এই প্রতিষ্ঠানের ভল্ট থেকে ৮৩ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান বলেন, “বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় অবস্থিত জাবেদের মালিকানাধীন আরামিট পিএলসি কার্যালয়ের ড্রয়ার ও ভল্ট থেকে ৮৩ লাখ ৭৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। এর আগে এই প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর আলমকে আটক করে দুদক। তিনিই দুদককে তথ্য দিয়েছিলেন, জাবেদের সই করা চেকে ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলেছিলেন। এই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের জন্য রাখা হয়েছিল। ৮৩ লাখ ৭৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।” 

জাবেদের চেকবই পর্যালোচনা করে দুদক জানায়, গত এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলা হয়।

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।

ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ