Risingbd:
2025-10-03@04:00:34 GMT

রাশিয়ার পথে পথে

Published: 26th, September 2025 GMT

রাশিয়ার পথে পথে

মস্কো থেকে আমি আজ যাব সেইন্ট পিটার্সবার্গ। এক্সপ্রেস ট্রেনের টিকেট কেটেছি। দুপুর একটায় ট্রেন। এর আগে কিছু করার নেই বলে আমার হোটেলের আশেপাশের সবুজে মোড়া, গাছপালায় ঘেরা পথ ধরে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। রাশিয়ায় আসার পর প্রতিদিনই কিছু না কিছু দেখে বিস্মিত হচ্ছি। এখনও হলাম। একটা রাস্তা দেখে মনে হলো এই রাস্তা দিয়ে গাড়ি চলে না। এমনিতেই ফাঁকা তাই আমি ফুটপাত দিয়ে না গিয়ে পিচঢালা পথের ওপর দিয়ে হাঁটছিলাম। পেছনে একটা মৃদু আওয়াজ হলো। এ শহরের এমনিতেই কোনো আওয়াজ নেই। পেছনে তাকিয়ে দেখি আমি হাঁটছি বলে একটা গাড়ি যাবার পথ পাচ্ছে না। তাই ব্রেক কষে দাঁড়িয়ে গেল। আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি ফুটপাতে উঠে এলাম। এই হলো এদের ভদ্রতা আর সহিষ্ণুতার নমুনা।

হোটেল থেকে ব্যাকপ্যাক নিয়ে আমি মেট্রো ধরে সোজা চলে এলাম ভোগযাল বা রেলস্টেশনে। ‘ভোগযাল’ শব্দটি আমার কাছে খুব পরিচিত। উজবেকিস্তানে অনেকবার ট্রেনে চড়তে হয়েছে। এখনও সেখানে সোভিয়েত ইউনিয়নের নিয়ম অনুযায়ী রাশিয়ান ভাষায় সব কিছু লেখা আর সাধারণ জনগণও মাতৃভাষা ছাড়াও রাশিয়ান ভাষায় কথা বলে। সে দেশ থেকে দু’টো রুশ শব্দ আমি শিখে এসেছি, ‘স্পাসিবা’ আর ‘ভোগযাল’। এই দিয়ে বিনা রুশ ভাষা জেনে রুশ দেশে দিব্যি কাজ চালিয়ে নিচ্ছি। তবে কেউই যে ইংরেজি জানে না তা নয়। মস্কোয় তো দেখলাম অর্ধেকের বেশি মানুষ ইংরেজি জানে। ইংরেজি না জানলেও ট্রান্সলেটর দিয়ে বেশ তথ্য আদান-প্রদান করে নেওয়া যায়। আর এ দেশের মানুষ যেমন নম্র-ভদ্র, তেমনি পরোপকারী ও সভ্য। 

রেলস্টেশনে আমার ট্রেন যে প্লাটফর্মে দাঁড়িয়ে আছে সেখানে চলে এলাম। যাত্রীরা সবাই লাইন ধরে টিকেট আর পাসপোর্ট দেখিয়ে নিজ নিজ কম্পার্টমেন্টে ঢুকছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। কাউকে বলতে হচ্ছে না লাইনে দাঁড়াতে। প্লাটফর্ম বা অন্য কোথাও কোনো ময়লা পড়ে নেই। কেউ উচ্চস্বরে কথা বলছে না। আমাদের দেশে রেলস্টেশনে মানুষের উপচে পড়া ভিড় আর চিৎকার চেঁচামেচি নেই তা ভাবাই যায় না। 

আমি যে ট্রেনে করে সেইন্ট পিটার্সবার্গ যাচ্ছি সে ট্রেনটি দোতলা। আশেপাশের দৃশ্য দেখার জন্য আমি দোতলায় একটি সিট বুক করেছি। আমার আগে কিছু যাত্রী এসেছে, পরে বাকিরা এল। ট্রেন ছাড়ার আগে দেখি কোনো সিট খালি নেই। আমি তাহলে ঠিকই শুনে এসেছি যে, গ্রীষ্মকালে ট্রেনের টিকেট পাওয়া বেশ মুশকিল। সেজন্য আগে থেকেই টিকেট করে রাখতে হয়। 

আমার পাশের সিটে একটি অপরূপ সুন্দর মেয়ে এসে বসেছে। আমি যে কোনো নতুন দেশ ভ্রমণে মুখে তালা এঁটে বসে থাকতে পারি না। সহযাত্রীদের সাথে বকবক করতে হবেই আমার। ট্রেন ছাড়ার খানিকক্ষণ পরই আমি মেয়েটির সাথে আলাপ জমালাম৷ মেয়েটির নাম ভেরোনিকা। সে পেশায় ডাক্তার। বাড়ি মস্কোতে, কাজ করে সেইন্ট পিটার্সবার্গে। আরও আনন্দের বিষয় হলো ভেরোনিকা ইংরেজি জানে। একটু চুপ থেকে আমি পূর্ণোদ্যমে প্রশ্নের পর প্রশ্ন করে যেতে থাকলাম। আশ্চর্যের ব্যাপার হলো সে একটুও বিরক্ত হচ্ছে না। 

মাঝে কিছুক্ষণ আমি বকবক থামিয়ে জানালায় সরে সরে যাওয়া সবুজের আলোড়ন দেখি। এ দেশটা সবুজে ডুবে যাওয়া এক দ্বীপ বলে মনে হচ্ছে। আর মাঝখান দিয়ে হঠাৎ হঠাৎ জেগে উঠছে লাল ছাদের দোচালা ঘর— স্বপ্নেই এমন দেখা সম্ভব। রেললাইনের দু’ধারে ফুটেছে অজস্র হলুদ, গোলাপি বুনোফুল। পুরো ঝোপজঙ্গল কোথাও গোলাপি, কোথাও হলুদ, কোথাও বেগুনি হয়ে গিয়েছে। আর এর পেছনে পাইন আর বার্চ গাছের ঘন জঙ্গল। মাথার উপরে গাঢ় নীল আকাশ। প্রকৃতি হাতছানি দিয়ে ডাকছে— এখানে এসো, এই হরিৎ সমুদ্রে ডুব দিয়ে যাও৷  

আমার ধ্যানভঙ্গ হলো ট্রেন অ্যাটেন্ডেন্টের ডাকে। জিজ্ঞেস করতে এসেছিল আমার কিছু লাগবে কিনা। আমি কফি চাইলাম। এদিকে ভেরোনিকা বরাবরই লক্ষী মেয়ে হয়ে চুপ করে কানে ইয়ার ফোন গুঁজে বসে আছে। আমিই কিছুক্ষণ পরপর এটা-সেটা জিজ্ঞেস করে জ্বালাচ্ছি। ট্রেনের অন্যান্য যাত্রীদেরও দেখি শব্দহীনভাবে হয় ট্যাবে মুভি দেখছে বা গান শুনছে বা বই পড়ছে। রাশিয়ায় অনেক আশ্চর্যের একটা হলো এখনও মানুষ বই পড়ে। এই তো ভেরোনিকাও একটা বই খুলে বসেছে। 

সবুজ গ্রাম আর জঙ্গল পেরিয়ে এক সময় সেইন্ট পিটার্সবার্গে ট্রেন এসে থামল। আমি আর ভেরোনিকা এক সাথে নামলাম। এখন বাজে বিকেল ছয়টা। এক্সপ্রেস ট্রেন ছিল তাই পাঁচ ঘণ্টায় পৌঁছাতে পেরেছি। ভেরোনিকাকে আমার হোটেলের ঠিকানা আগেই দেখিয়েছি। ও নিজেও মেট্রো ধরে বাড়ি যাবে। তাই দু’জন রেলস্টেশন থেকে মেট্রো স্টেশনের দিকে আসলাম। এ দেশের সবচেয়ে সুবিধা হলো যে কোনো বাস স্টেশন বা রেলস্টেশনের সাথেই মেট্রো স্টেশন থাকে। আমাকে ভেরোনিকা মেট্রো স্টেশনে নিয়ে গেল কিন্তু টিকেট কিনতে দিল না। নিজের মেট্রো কার্ড সোয়াইপ করে ফেলল৷ 

এ শহরের মেট্রোকে পাতালরেল বলা চলে। আরও আশ্চর্যের বিষয় হলো সেইন্ট পিটার্সবার্গ শহরের নদীর মাঝখান দিয়ে এই পাতাল মেট্রো দিব্যি চলাচল করে। এস্কেলেটর দিয়ে নিচে নামতে গিয়ে শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। একে তো নদীর মাঝ দিয়ে মেট্রোরেল যাবে, তার উপর এই এস্কেলেটর কোথাও থামার নাম করছে না। নিচে যাচ্ছে তো যাচ্ছেই৷ ভেরোনিকা বলল, ‘সেইন্ট পিটার্সবার্গের মেট্রো হলো রাশিয়ার সবচেয়ে গভীর নিচু মেট্রোস্টেশন।’ মস্কোর মেট্রোরেলও এমনই পাতালে, তবে সেইন্ট পিটার্সবার্গের স্টেশন বেশি পাতালে। 

যতই গভীরে হোক না কেন এক সময় আমরা প্লাটফর্মে এসে পৌঁছালাম। দুই মিনিটের মধ্যে মেট্রো এসে গেল। আমার হোটেল এখান থেকে তিন স্টেশন পর। আমার স্টেশন আসতেই ভেরোনিকা নিজের ঢাউস স্যুটকেস নিয়ে আমার সাথে নেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, ‘এটা তো তোমার স্টেশন নয়। তুমি নামলে কেন?’ আমাকে অবাক করে বলল, ‘এসো তোমাকে স্টেশনের বাইরে অবধি পৌঁছে দেই।’ এই মেয়েটিকে আমি পুরো ট্রেনে জ্বালিয়েছি। এখন আর বিরক্ত করতে ইচ্ছে করছে না। তবুও ভেরোনিকা আমাকে স্টেশন থেকে বের হবার পথ দেখিয়ে দিল। আসলে ভেরোনিকা না থাকলে আমি এত সহজে বাইরে যাবার পথও খুঁজে পেতাম না। কারণ এই স্টেশন একটা গোলক ধাঁধার মতো। একটা এস্কেলেটর পেরিয়ে, অনেকটা হেঁটে ডানে ঘুরে তারপর বের হবার পথ। আমি ভেরোনিকাকে ধন্যবাদ দিয়ে জোর করে বিদায় জানালাম। যাবার আগে ও বুঝিয়ে দিল কিভাবে আমার হোটেলে যেতে হবে। এখান থেকে মাত্র দু’ মিনিটের পথ। 

মেট্রো স্টেশন থেকে বের হয়েই দেখি রাস্তার ওপাশে অসামান্য সুন্দর বিশাল একটা গীর্জা। আমি গীর্জার সৌন্দর্য দেখে স্থান, কাল, পাত্র ভুলে গেলাম। কাঁধে ব্যাকপ্যাক নিয়ে রাস্তা পার হয়ে গীর্জার সামনে এলাম। এত চওড়া রাস্তা এ শহরে তা কি আমি জানতাম! আর গীর্জা, সেও তো কম বড় নয়। গীর্জার আকারও প্রথাগত নয়। এমন আকার আমি আগে দেখিনি। অর্ধ বৃত্তাকার গীর্জার সামনের বারান্দায় সারি সারি স্তম্ভ আর ঠিক মাঝখানে সবুজ রঙের একটি ডোম বা গম্বুজ। গীর্জার সামনে সবুজ রঙের বড় একটা বাগান। বাগানের মাঝে জলের ফোয়ারা। আমার মনে পড়ল গতকালই এই গীর্জা সম্পর্কে পড়ছিলাম। নাম ‘কাযান’ ক্যাথিড্রাল। (চলবে) 

তারা//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র হ ট ল ব র পথ

এছাড়াও পড়ুন:

পূজার ছুটির পর গকসুর অভিষেক

৭ বছরের বিরতির পর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো চতুর্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। গত ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন নতুন নেতৃত্ব।

তবে পূজার ছুটি শেষ না হওয়ায় এখনও হয়নি অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান। ফলে দায়িত্বভার নিতে পারছেন না নবনির্বাচিতরা।

আরো পড়ুন:

গকসুর জিএস, এজিএসের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে আপত্তি, পুনর্নির্বাচন দাবি

চাকসু নির্বাচন: দুই নারী প্রার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগ

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার পর অনুষ্ঠিত হবে নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এতে নির্বাচনের পর যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তা এখন রূপ নিয়েছে অপেক্ষার আবহে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ২৫ সেপ্টেম্বর দিনটি স্মরণীয় হয়ে থাকবে। ৭ বছরের ব্যবধান ঘুচিয়ে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রার্থীদের প্রচারণা আর ভোটের দিন ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে।

ভোট শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলেও আনুষ্ঠানিক অভিষেক না হওয়ায় এখনো কার্যক্রম শুরু করতে পারেননি তারা।

আইন বিভাগের শিক্ষার্থী রেশমা আক্তার বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হলেও নির্বাচিত সদস্যরা এখনও শপথ গ্রহণ করেননি। এই বিলম্বের সুযোগে কিছু মহল নির্বাচন নিয়ে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই গণতান্ত্রিক নির্বাচনকে সফল করতে এবং অপপ্রচার রোধে নির্বাচিত সদস্যদের দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করা জরুরি। প্রশাসনের উচিত অবিলম্বে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া, যাতে নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন শুরু করতে পারেন।”

সদ্য নির্বাচিত সহ-সভাপতি ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, “নির্বাচনের পরের দিনটি সাপ্তাহিক ছুটির দিন ছিল এবং দুর্গাপূজার ছুটির কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন পূজার ছুটির পর যতদ্রুত সম্ভব অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, “ছুটি শেষে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারিত হয়নি।”

২০১৩ সালে প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর চতুর্থ নির্বাচনে সম্পাদকীয় ও অনুষদ প্রতিনিধি মিলিয়ে মোট ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৮ জন প্রার্থী। ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন।

ঢাকা/সানজিদা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধস: ধ্বংসস্তুপের নিচে এখনও আটকা ৯১ জন
  • বাজেট বিল নিয়ে অচলাবস্থা, শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র
  • পূজার ছুটির পর গকসুর অভিষেক