ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
Published: 26th, September 2025 GMT
যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অক্টোবর থেকে এই শুল্ক কার্যকর হবে। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প একইসঙ্গে আমদানি করা ভারী ট্রাক ও আসবাবপত্রের উপর শুল্ক আরোপ করেছেন। তার দাবি, সর্বশেষ এই পদক্ষেপটি মার্কিন উৎপাদন শিল্প এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য।
বাণিজ্যিক অংশীদারদের উপর ৫০ শতাংশ পর্যন্ত ব্যাপক শুল্ক আরোপের পরে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন।
বৃহস্পতিবার ট্রাম্প সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “২০২৫ সালের ১ অক্টোবর থেকে আমরা যে কোনো সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। তবে যদি কোনো সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র আমেরিকায় তৈরি করে, তা হলে আলাদা কথা।”
ট্রাম্প আমদানি করা আসবাবপত্রের ওপর ৫০ শতাংশ, গৃহসজ্জা সামগ্রীর ওপর ৩০ শতাংশ এবং ভারী ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
শুল্ক আরোপের যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেছেন, “এর কারণ হল অন্যান্য দেশগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পণ্যগুলোর বন্যা বয়ে যাচ্ছে।”
ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা বলেছে, ওষুধ কোম্পানিগুলো “মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ ঘোষণা করে চলেছে। শুল্ক সেই পরিকল্পনাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র উপর র ওপর
এছাড়াও পড়ুন:
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।
তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে।
আরো পড়ুন:
কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি
চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি
টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।”
অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।”
চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।
ঢাকা/শান্ত